বুধবার
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বজলুল
হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন বৈঠকে অংশ নেন।
এ কমিটি
চিহ্নিত প্রতারক হজ এজেন্সিগুলো যাতে হাজি পাঠাতে না পারে তা নিশ্চিত করার সুপারিশ
করে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: