15 October 2018

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২২


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ইজমির প্রদেশে সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ অন্তত ২২ অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছেআহত হয়েছে ১৩ জন

গতকাল রোববার অভিবাসী যাত্রী বহনকালে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটেদেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়

বিবিসি জানায়, অভিবাসী বোঝাই লরিটি অন্য কোনো বাহনের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে ২০ মিটার (৬৫ ফুট) নিচের একটি খালে পড়ে যায়হতাহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নিওই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আন্দালুজানায়, লরিটি এদিন শহর থেকে ইজমির যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েঅভিবাসী দলটি ইজমিরের উপকূলের দিকে যাচ্ছিল বলে জানা গেছেসেখান থেকে ডিঙ্গি নৌকায় করে সমুদ্রপথে দলটির গ্রিসের সামোসদ্বীপে যাত্রা করার কথা ছিল

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা ডিএইচএজানায়, ওই ঘটনায় গুরুতর কোনো আঘাত ছাড়াই ৩৫ বছর বয়সী তুর্কি চালকের প্রাণরক্ষা পেয়েছেসামনে থেকে আসা একটি গাড়িকে জায়গা ছেড়ে দিতে গিয়ে লরিটি দুর্ঘটনার শিকার হয় বলে চালক জানিয়েছেন

এদিকে এরই মধ্যে এ ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছেচিকিৎসা শেষে চালককে গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে

এর একদিন আগে গ্রিসে আরেকটি সড়ক দুর্ঘটনায় গাড়িতে আগুন লেগে যাওয়ায় ১১ ব্যক্তির প্রাণহানি ঘটেওই ব্যক্তিরাও অভিবাসী বলে ধারণা করা হচ্ছে

সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, এমনকি সুদূর আফ্রিকার অভিবাসীদের জন্য তুরস্ক প্রধানতম ট্রানজিট ভূখণ্ড হিসেবে ব্যবহৃত হয়২০১৫ সালে দশ লাখেরও অধিক অভিবাসী তুরস্ক পেরিয়ে গ্রিসে প্রবেশ করেজাতিসংঘ জানায়, চলতি বছর দেশটির মধ্য দিয়ে সাড়ে ২৪ হাজারের অধিক অভিবাসী সমুদ্রপথে গ্রিসে প্রবেশ করেছেএ সময় প্রাণহানির শিকার হয় ১১৮ জন


শেয়ার করুন

0 facebook: