স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামে
স্বর্ণ চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় মুহম্মদ ইলিয়াস নামে এক আনসার সদস্যকে
কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার
চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহম্মদ শাহ নূরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন
করেন ইলিয়াস। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইলিয়াস চট্টগ্রাম শাহ
আমানত বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানান, ২০১৩ সালের ১ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে
এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।
দুবাই
থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা আলাউদ্দিন নামে এক যাত্রী স্বর্ণের বারভর্তি এ
লাগেজ নিয়ে আসেন। তবে বিমানবন্দরে কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে
লাগেজ মালিক আলাউদ্দিনকে গ্রেফতার এড়িয়ে নিরাপদে বিমানবন্দর পার করে দেয়ার অভিযোগ উঠেছিল।
এ ঘটনায়
দুদকের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক রহমতউল্লাহ বাদী হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর
৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২ জানুয়ারি
তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান
আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। এতে কাস্টমসের এআরও আনিসুর রহমান, সিভিল এভিয়েশনের কর্মচারী মোমেন মকসুদ, আনসারের এপিসি ইলিয়াস, আনসার সদস্য মাহফুজার
ও শাহিন এবং বিমানের ট্রাফিক হেলপার নুরুদ্দীনকে আসামি করা হয়।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: