স্বদেশবার্তা ডেস্কঃ সবার
জন্য সমান সুযোগ ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে
যুক্তরাষ্ট্র। এসব অধিকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে আরো পদক্ষেপ নিতে আহ্বান
জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল বুধবার
এক বিবৃতিতে এসব বলেছেন। তিনি বলেছেন,
দশকের পর দশক মিয়ানমারের মানুষের শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য তাদের পাশে থেকেছে যুক্তরাষ্ট্র।
এতে
তিনি মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণসহ বিভিন্ন ইস্যুতে তাদের প্রতি সহায়তার প্রত্যয়
ব্যক্ত করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। উল্লেখ্য, ২৫ আগস্টে নৃশংসতা শুরুর পর মিয়ানমারের রাখাইন থেকে জীবন বাঁচাতে
কমপক্ষে ৬ লাখ ৫৫ হাজার ৫০০ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে। এই সম্প্রদায়টির কোনো
মৌলিক অধিকার নেই মিয়ানমারে। এমন কি তাদেরকে নাগরিক হিসেবেও স্বীকৃতি দেয় না দেশটি। তারা রোহিঙ্গা শব্দটি
পর্যন্ত উচ্চারণ করে না। অনানুষ্ঠানিকভাবে এ শব্দটি সেখানে নিষিদ্ধ। মিয়ানমার মনে করে রোহিঙ্গারা
হলো বাঙালি। তারা অবৈধ অভিবাসী। রেক্স টিলারসনের বিবৃতির মধ্যে রোহিঙ্গাদের অধিকারটির প্রতি
সমর্থন রয়েছে। কারণ,
তিনি প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার
নিশ্চিত করার কথা বলেছেন। তিনি বলেছেন,
মিয়ানমারের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সমর্থন
করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। দশকের পর দশক ধরে চলমান সহিংসতা বন্ধে বেসামরিক সরকারকে সমর্থন
অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
কঠোরভাবে
মানবাধিকারের প্রতি সম্মান,
জবাবদিহিতা, আইনের শাসন ও সমন্বিত অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে মিয়ানমারকে সমর্থন
করবে যুক্তরাষ্ট্র। ৪ঠা জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস। এ প্রসঙ্গে রেক্স টিলারসন
বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হতিন কাইওয়া ও মিয়ানমারের
জনগণকে তাদের ৪ঠা জানুয়ারি স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাই। এতে নতুন বছরে মিয়ানমারের
জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ইউএনবি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: