স্বদেশবার্তা ডেস্কঃ নতুন
বছরে দেশীয় প্রযুক্তিপণ্যের জগতে উন্মোচন হতে যাচ্ছে এক নতুন দিগন্ত। মোবাইল ফোনের পর এবার
ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও মনিটরের মতো উচ্চ প্রযুক্তিপণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ যুক্ত হতে যাচ্ছে। এ মাসেই উদ্বোধন হতে
যাচ্ছে ওয়ালটনের কম্পিউটার কারখানা। গাজীপুরের চন্দ্রায় আগামি ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হবে
ওয়ালটনের কম্পিউটার উত্পাদন কারখানা।
উদ্বোধনী
অনুষ্ঠানে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ। ওয়ালটন সূত্র জানায়, কম্পিউটার কারখানার উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ট্রায়াল প্রোডাকশন
চলছে। গাজীপুরের চন্দ্রায়
গড়ে তোলা হয়েছে এই কারখানা। এখানে রয়েছে ল্যাপটপ ও কম্পিউটার ডিজাইন ডেভেলপ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ
ও টেস্টিং ল্যাব। স্থাপন করা হয়েছে বিশ্বের লেটেস্ট জাপানী ও জার্মান প্রযুক্তির
মেশিনারিজ।
ওয়ালটন
কম্পিউটার কারখানায় কর্মসংস্থান হবে এক হাজার লোকের। প্রাথমিকভাবে, এই কারখানায় মাসে উত্পাদন লক্ষ্যমাত্রা ৬০ হাজার ইউনিট ল্যাপটপ, ৩০ হাজার ইউনিট ডেস্কটপ এবং আরো ৩০ হাজার ইউনিট মনিটর। পর্যায়ক্রমে কম্পিউটারের
অন্যান্য অ্যাক্সেসরিজসহ পেন ড্রাইভ, কিবোর্ড এবং মাউস উত্পাদনে
যাবে ওয়ালটন। ওয়ালটনের এই কারখানায় তৈরি হবে ইন্টেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসরযুক্ত
ল্যাপটপ। উত্পাদন হবে ৬ মডেলের ওয়ালটন ডেস্কটপ এবং ২ মডেলের ওয়ালটন মনিটর। ওয়ালটনের সিনিয়র অপারেটিভ
ডিরেক্টর উদয় হাকিম বলেন,
‘বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশের অভ্যন্তরীণ
মানবসম্পদের উন্নয়নে একের পর এক স্বাপ্নিক উদ্যোগ নিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় গত
বছর ওয়ালটন চালু করেছে দেশের প্রথম মোবাইল ফোন উত্পাদন কারখানা। এবার চালু হচ্ছে কম্পিউটার
উত্পাদন কারখানা।
পর্যায়ক্রমে
আরো আইসিটি এবং আইওটি পণ্য উত্পাদনের পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। দেশীয় কম্পিউটার কারখানা
গড়ে ওঠায় এ খাতের আমদানি নির্ভরতা হ্রাস পাবে। রপ্তানি থেকেও বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা
অর্জনের সুযোগ সৃষ্টি হবে। সর্বোপরি,
ওয়ালটনের এই কারখানা হবে হাই-টেক শিল্পের
অগ্রযাত্রায় বাংলাদেশের জন্য একটি বিশাল মাইলফলক।
খবর বিভাগঃ
জাতীয়
তথ্য ও প্রযুক্তি
0 facebook: