স্বদেশবার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নয়ন হয়। রোববার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে শোক প্রস্তাবের
আলোচনায় তিনি এ কথা বলেন। প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও সংসদ সদস্য গোলাম মোস্তফা ব্যক্তি
জীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতার জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ছায়েদুল হকের মতো একজন সৎ ও নিষ্ঠাবান মন্ত্রী পেয়েছিলাম। তিনি দক্ষতা ও সততার সঙ্গে মন্ত্রণালয় চালিয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। সরকার প্রধান বলেন, জনপ্রিয়তার কারণে ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনেও
ছায়েদুল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক
সরকার সব ধরনের প্রচেষ্টা করেও নির্বাচনে তাকে হারাতে পারেনি।
সংসদ সদস্য গোলাম মোস্তফাকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, গোলাম মোস্তাফা তৃণমূলের
নেতা ছিলেন। তিনি স্কুলে শিক্ষকতা করতেন। প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকে সবসময় আওয়ামী লীগের জন্য কাজ করতেন। এর আগে বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর
সভাপতিত্বে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় সংসদের কার্যক্রম ঠিক
করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এবারের অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস
ও উত্থাপন হতে পারে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: