স্বদেশবার্তা ডেস্কঃ নোয়াখালী
জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ পিপিএম(সেবা) বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেলেন। এর আগে তিনি ২০১৫ সালে
প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এবং ২০০৭ ও ২০১২ সালে জাতিসংঘ শান্তিপদক পান। সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার
এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকার পাশাপাশি মাঠ পর্যায়ের কমিউনিটি পুলিশিংয়ের
কার্যক্রম সফলভাবে পালন করায় এ বছর তাকে এ পদক দেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর থেকে
নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় ইতিপূর্বেই জানানো হয়েছে।
আজ
৮ জানুয়ারি (সোমবার) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্সে
পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজে এসপি ইলিয়াছ শরীফকে এই পদক পরিয়ে
দেন। ইলিয়াছ শরীফ ২০০১ সালের
৩১ মে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের ২৩ মার্চ
থেকে তিনি নোয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: