08 January 2018

আকস্মিক এজি অফিসে দুদক চেয়ারম্যান এর হানা

স্বদেশবার্তা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার দুপুরে কপট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) অফিসে আকস্মিক হানা দিয়েছেনএ সময় ওই অফিসের দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি সিএজি মাসুদ আহমেদের কাছে জানতে চান

ইকবাল মাহমুদ বলেন, বিভিন্ন বিল, টিএবিল, বেতন, ঠিকাদার বিল ও পেনশনের সুবিধা নিতে আপনার (মাসুদ) অফিসে কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দিতে হয়এই অফিস থেকে সেবা পেতে হয়রানির শিকার হতে হয়দুদকে এমন অনেক অভিযোগ রয়েছে এসব অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন সিইজির কাছে জানতে চান ইকবাল মাহমুদঅডিট রিপোর্ট কেন সময়মতো দেয়া হয় না এমন প্রশ্নও সিএজিকে করেন দুদক চেয়ারম্যানতিনি বলেন, সময়মতো এসব রিপোর্ট না দিলে দুর্নীতির সুযোগ থেকে যায় জবাবে মাসুদ আহমেদ বলেন, অডিটের পেছনে এক টাকা ব্যয় করলে সরকারি কোষাগারে ৬৮ টাকা জমা হয়

এজি অফিসে দুনীতি আছে অভিযোগ স্বীকার করে মাসুদ আহমেদ বলেন, দুদকের অভিযোগের সত্যতা রয়েছেএ কারণে দুর্নীতি জড়িত থাকার কারণে গত বছর ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছেআরও ৩৫ জনের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে সিএজি আরও বলেন, যখনই অভিযোগ পাই, তখনই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে থাকি এ সময় মাসুদ আহমেদ ইকবাল মাহমুদের কাছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন পরে ইকবাল মাহমুদ তাকে বলেন, অডিট রিপোর্টে যে অভিযোগ থাকে সেগুলো দুদককে দিতে হবে


শেয়ার করুন

0 facebook: