30 May 2018

মাশরাফি ও সাকিব চাইলে নির্বাচন করতে পারেঃ প্রধানমন্ত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছেন তাদের মনোনয়ন না দিয়ে সেলিব্রিটিদের মনোনয়ন দেয়াটা কতটা যৌক্তিকসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেলিব্রিটিরা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে সম্মান বয়ে এনেছেনতারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারেন

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মাগুরার জন্য একটা প্রজেক্ট পাস হলোমাগুরার লোকজনের তো মিষ্টি খাওয়ানো উচিত, তখন সাংবাদিকরা বলেন, আগামী নির্বাচনে মাশরাফি নির্বাচন করবেন, তিনিই মিষ্টি খাওয়াবেনতখন আমি বলেছি, সে যদি অংশ নেয় আপনাদের কাছে আমার অনুরোধ তাকে হেল্প করবেনসে ভালো মানুষ

মন্ত্রীর এমন মন্তব্যের পর সাকিব-মাশরাফির জাতীয় নির্বাচনে অংশ নেয়া নিয়ে বিস্তর আলোচনা হচ্ছেসেই আলোচনার অংশ হিসেবেই বুধবার গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সেলিব্রিটিদের নির্বাচনের অংশ নেয়ার প্রসঙ্গ ওঠে

সেলিব্রিটিদের নির্বাচনের অংশ নেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশেই সেলিব্রিটিরা নির্বাচন করেতারা দেশের জন্য খেলাধুলা করে সম্মান বয়ে এনেছেতারা যদি রাজনীতিতে আসতে চায় আসতে পারেআর যারা রাজনীতি করছে তারাও থাকবেতারাও রাজনীতির একটা অংশ

ক্রীড়াঙ্গন থেকে এর আগেও নির্বাচন করেছেন অনেকেজাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এবং জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় আরিফ খান জয় প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ সরকারের


শেয়ার করুন

0 facebook: