10 January 2018

শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, রাষ্ট্রই উনাকে বানিয়েছেঃ নওয়াজ

স্বদেশবার্তা ডেস্কঃ ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফতিনি বলেন, ১৯৭১ সালে ঢাকার সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছিলযে কারণেই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম হয় বাংলাদেশেরখবর ডনের

মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় নওয়াজ এ মন্তব্য করেননওয়াজের অভিযোগ যে, তিনি বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার হয়ে আসছেনযা তাকে বিদ্রোহের দিকে ঠেলে দিচ্ছেতিনি আরো বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন নারাষ্ট্রই তাকে বিদ্রোহী বানিয়েছিলএসময় তিনি ১৯৭১ সালের পরিণতির কথা স্মরণ করিয়ে দেননওয়াজ বলেন, রাষ্ট্রের নির্বাচিত জনপ্রিয় নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর না করার কারণেই ভয়াবহ পরিণতি হয়েছিল

নওয়াজ তার বক্তৃতায় বলেন, পাকিস্তান তৈরির পেছনে বাঙালিরা প্রধান ভূমিকা পালন করেছিলকিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং তাদেরকে আলাদা করে দিয়েছিদুঃখ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণের পর বিচারপতি হামিদুর রহমান কমিশন একটি অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং পরিষ্কার প্রতিবেদন প্রকাশ করেছিলকিন্তু আমরা সেই প্রতিবেদনটিও পড়ে দেখিনি

আমরা কী এটা নিয়ে কাজ করেছিলাম? আজকের পাকিস্তান ভিন্ন ধরনের হতে পারতোযে ধরনের গেম খেলা হয়েছেতা সঠিকভাবে খেলা হয়নিউল্লেখ্য, পাকিস্তানের তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রী কোনো বারই ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেননি


শেয়ার করুন

0 facebook: