10 January 2018

যদি জাতীয়করণ হয়, তবে মরে গেলেও দুঃখ নেই

স্বদেশবার্তা ডেস্কঃ মোছাঃ নাসরিন বেগমঝিনাইদহের শৈলকূপার বড়বাড়ি বগুড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষিকাসকল স্বতন্ত্র মাদরাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত লাগাতার কর্মসূচিতে অংশ নিতে গত ১ জানুয়ারি ঢাকায় এসেছেন তিনি

কনকনে শীতে টানা নয় দিন অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনিতবুও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে রাজি হননি এই শিক্ষিকানাসরিন বেগম বলছিলেন, ‘আমি মরে গেলেও যদি সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ হয়, তাহলে আমি এখানেই মরতে চাইআন্দোলনস্থলে থেকে যদি আমার মরণও হয়, তাহলেও কোনো দুঃখ নেই

জাতীয় প্রেসক্লাবের সামনে এই শিক্ষিকার সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ২০ বছর ধরে তিনি এই মাদরাসায় শিক্ষকতা করছেনকোনো দিন বেতন-ভাতা বলতে কিছুই পাননিতার দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে

আর কতদিন এমন মানবেতর জীবন-যাপন করতে হবে এমন প্রশ্ন রেখে নাসরিন বেগম বলেন, ‘আজ আমি আমার ছেলেকে একটা চকলেট কিনে দেব সেই টাকাও আমার কাছে নেইতাদের ভালো একটা কাপড় কিনে দেয়ার ক্ষমতাও আমার নেইআর কতদিন আমরা এমন মানবেতর জীবন-যাপন করবোকী আপরাধ আমাদের!

নাসরিন বেগম বলেন, ‘আমি মরে গেলেও যদি দাবি আদায় হয়, তাহলে আমার কোনো দুঃখ নেইআমি মরে গেলেও যদি দেশের হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা এই মানবেতর জীবন-যাপন থেকে মুক্তিলাভ করে তাতেই আমি খুশিআমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবি মেনে নেবেনদাবি মেনে না নিলে লাশ হয়ে ফিরব, তবুও অনশন ভাঙব না

কনকনে শীতে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর আমরণ অনশনে বসেছে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরাজাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছেন তারাএখন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ জন

মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থলে গিয়ে দেখা যায়, প্রেসক্লাবের মূল গেটের পাশের ফুটপাথে অবস্থান নিয়েছেন কয়েকশআন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা

বেতন দে নইলে ভাত দে, বেতন দাও নইলে বিষ দাও, বেতন বঞ্চিত ৩২ বছর, হামরা খুব কষ্টে আছি, চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই-এ ধরনের নানা স্লোগানের প্ল্যাকার্ড হাতে দাবি পূরণে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এসব মাদরাসা শিক্ষক-শিক্ষিকারা

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত ১লা জানুয়ারি সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-শিক্ষিকারা


শেয়ার করুন

0 facebook: