ফাইল ফটোঃ ইজতেমা মুনাজাত ২১০৬ |
স্বদেশবার্তা
ডেস্কঃ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি
বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। সুত্র মতে জানা যায় দলের কয়েকজন
নেত্রীকে সঙ্গে নিয়ে টঙ্গির ইজতেমার সমাপনি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
রাজধানীর উপকণ্ঠে
টঙ্গীর তুরাগতীরে সমাপনি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে তাবলীগ
জামায়াতের অন্যতম জমায়েত ভারতের মেওয়াত শহরের মাওলানা ইলিয়াস কতৃক প্রবর্তিত
তাবিলিগি ইজতেমার প্রথম পর্ব। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে এ মোনাজাত শুরু হয়।
মোনাজাত পরিচালনা
করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহম্মদ জোবায়ের। ইজতেমা
ময়দানে বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা
করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
ধর্ম ও জীবন
0 facebook: