14 January 2018

এক বোয়াল মাছের দাম ৮০ হাজার টাকা

স্বদেশবার্তা ডেস্কঃ পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জে সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছেতিন দিনব্যাপী এ মেলার প্রথম দিন ছিল রোববার

এদিন মেলায় সবচেয়ে বড় একটি বোয়াল মাছ নিয়ে এসেছেন শহরের উমেদনগর গ্রামের মিন্নত আলী৩০ কেজি ওজনের এ বোয়াল মাছটির দাম হাঁকেন তিনি ৮০ হাজার টাকাতবে শেষ পর্যন্ত কত টাকা মাছটি বিক্রি করেছেন তা জানা যায়নি

মেলার প্রধান আকর্ষণ ছিল- বোয়াল, আইড়, চিতল, গাঘট, গজার, রুই, কাতল, কার্ফুসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছলক্ষাধিক লোকের সমাগমে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়

মেলায় ৬০ কেজি ওজনের একটি কাতল মাছের দাম হাঁকা হয়েছে ৬০ হাজার টাকাএছাড়া একটি বোয়াল মাছের দাম হাঁকা হয়েছে ৮০ হাজার টাকায়বোয়াল ছাড়াও বড় বড় আইড়, চিতল, গজার, রুই,কাতল, কার্ফুসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ মেলায় উঠেছে

এ মেলায় হবিগঞ্জ জেলা ছাড়াও মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা আসেনসেই সঙ্গে মেলায় নানা প্রজাতির মাছ, কৃষি পণ্য, হস্তশিল্প, খেলনা, ফার্নিচার, তৈজসপত্র, শীতকালীন পোশাক, মিষ্টান্নসহ কমপক্ষে সহস্রাধিক স্টল বসেছে

ধারণা করা হচ্ছে- এবারের মেলায় দুই লক্ষাধিক লোকের সমাগম হবেঅপরদিকে পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামের প্রতিটি ঘরে তৈরি হয়েছে নানা রকম পিঠা-পুলি

মেলা উপলক্ষে পইল ও আশপাশের গ্রামগুলোতে ধনী-গরীব সবাই তাদের স্বজনদের দাওয়াত দেয়ার রেওয়াজ রয়েছেএ মেলার আয়োজন করে স্থানীয় পইল ইউনিয়ন পরিষদ

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক জানান, প্রায় ২০০ বছর ধরে এখানে মেলা চলে আসছেদিনে দিনে মেলাটি বিস্তৃতি লাভ করছেকিন্তু মেলায় যাতায়াতের জন্য রাস্তাটি অপ্রশস্তবার বার বিভিন্ন স্থানে যোগাযোগ করেও এটি বড় করা সম্ভব হচ্ছে নাএ ব্যাপারে সরকারের তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না


শেয়ার করুন

0 facebook: