20 January 2018

এই দাম শুধু আপনার জন্য মামা...

স্বদেশবার্তা ডেস্কঃ ‘আদা কত? মামা আপনার জন্য ১শ ৬০ টাকা (কেজি)দাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন রহিম সাহেবতোমাদের ঈমান-ধর্ম বলে কিছু কি নেই? ঈমান-ধর্ম না হয় নাই থাকলো চক্ষুলজ্জা বলতে তো কিছু থাকার কথা নাকি! না তাও ধুয়ে খেয়েছো

দোকানি এবার কথা ধরলেন কেনো কি হয়েছে? ওই যে পাশের ভ্যানটি দেখছো, ওই সবজিওয়ালা আদার কেজি চেয়েছে ১শ টাকা করেআর মাত্র দশ গজ দূরে ৬০ টাকা বেড়ে গেলো

দোকানি বললেন, ‘ওর পর্তা ওর কাছে, আমার পর্তা আমার কাছেআপনি ওর কাছে থেকে নেনআমার কাছে কেন এসেছেনআর আমি চাইলেই কি আপনি ১শ টাকা দিবেন! মানুষতো দরদাম করেই নেয়সে কারণে বেশি চেয়েছি

ঘটনাটি শনিবার (২০ জানুয়ারি) সকালে শান্তিনগর বাজারেরকিন্তু হরহামেশাই এমন ঘটনা ঘটছে রাজধানী জুড়েআগে ছিলো এক বাজারের সঙ্গে অন্য বাজারের বিশাল ফারাকএখন এক দোকান থেকে আরেক দোকানের দরদামে মিলছে নাএমনকি একই দোকানে ভিন্ন ভিন্ন ক্রেতার জন্য ভিন্ন দর নেওয়া হচ্ছেদোকানিরাও বেশ কৌশলে দাম হাকাচ্ছেন, মামা আপনার জন্য এই দরঅন্য মামা অর্থাৎ অন্য ক্রেতার জন্য ভিন্ন রেট

কিন্তু বছর দুয়েক আগেও অবস্থা এতোটা ভয়াবহ ছিলো নাতখন দোকানভেদে তারতম্য থাকলেও একই দোকানে ভিন্ন ভিন্ন ক্রেতার জন্য ভিন্ন দর নেওয়া হতো নানির্দিষ্ট দিনে নির্দিষ্ট দরেই বিক্রি করতো দোকানি

ঢাকায় এখন পাশাপাশি বসা দোকানেও দরদামে অনেক পার্থক্যদিনে দিনে এই পরিস্থিতি আরও জটিল হচ্ছেদরদাম করে কেনা ছাড়া কোনো উপায় নেইপাড়ার গলিতে ভ্যানের বিক্রেতাদের অবস্থা যাচ্ছে তাইবাজারের দামের সঙ্গে কোনো মিল থাকে নাকখনও কখনও বাজারের থেকে দ্বিগুণ দাম হাতিয়ে নেয় বলে জানান ক্রেতা রহিম মিয়া

রহিম মিয়ার সঙ্গে অন্যরাও সুর মেলানতাদের অভিজ্ঞতা হচ্ছে, মামা আপনার জন্য এই দাম বললেই যাচাই করে পণ্য নিতে হবেনা হলে রক্ষা নেইআর তাতেও যে খুব বেশি সুবিধা হবে সে গ্যারান্টিও দিতে পারবে না কেউ

বাজারগুলোতে পণ্যের দরদামের তালিকা প্রদর্শন করার কথাঅনেক বাজারেই সেই তালিকার হদিস

সবজি বাজারে ক্রেতা-বিক্রেতা
মেলে নাকোথাও কোথাও তালিকা থাকলেও তা আপডেট করা হয় নাআবার আপডেট করা হলেও সেই দামে বেচা হয় না

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, পণ্যের দামে কেউ যদি প্রতারিত হন তাহলে সরাসরি অভিযোগ করতে পারেনঅভিযোগ করলে আদায় করা জরিমানার ২৫ শতাংশ পাবেন সংক্ষুব্ধ ভোক্তা


শেয়ার করুন

0 facebook: