স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী, পাঠক পরিচয়পত্র বিতরণ এবং বই সংগ্রহ কর্মসূচি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অনুষ্টানে মন্তব্য করে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে এ সরকার ৮% ভোটও পাবে না। রোববার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সেই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই অনুষ্টানে মন্তব্য করে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে এ সরকার ৮% ভোটও পাবে না। রোববার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সেই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভরাডুবি জেনেই
আওয়ামী লীগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচন স্থগিত করেছে উল্লেখ
করে মির্জা ফখরুল বলেন, ডিএনসিসি নির্বাচন হলে বিএনপি
জয়ী হবে, এটি ভেবে নির্বাচন বাতিল করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার সুপরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে।
0 facebook: