আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সাথে রেলপথ তৈরির পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল। যাত্রী ও মালামাল পরিবহণের জন্য রেলপথটি
ইসরায়েলের বিসান শহর থেকে জর্দান ও ইরাক হয়ে সৌদি আরবে যাবে বলে জানিয়েছে
ইসরায়েলের সংবাদপত্র ইডিয়থ আরনাথ। খবর মিডল ইস্ট
মনিটর।
পত্রিকাটি জানিয়েছে,
২০১৯ সালের
বাজেটে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে এ প্রস্তাবটি তিনদিনের মধ্যে অনুমোদন হবে। আর ট্রান্সপোর্ট হিসেবে ইরাক, সৌদি আরব ও উপসাগরীয় আরেক
দেশ জর্দানকে ব্যবহার করা হবে। দেশটির পরিবহনমন্ত্রী
ইসরায়েল খাজ এই রেলওয়ে যোগাযোগকে শান্তির লাইন বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেছেন এর ফলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে
এক নতুন অধ্যায় শুরু হবে।
খবরে আরও বলা হয়েছে,
ইসরায়েলের রেল
দপ্তর ইতোমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। এ দলটি রেলপথে যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের
সঙ্গে ইউরোপকে সংযুক্ত করবে বলেও জানানো হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: