22 January 2018

ভারতে গোশত কিনতে গিয়ে গণধর্ষিত তরুণী

আন্তর্জাতিক ডেস্কঃ আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গোশত কিনতে গিয়ে দিনে দুপুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে কলকাতায়। গত শুক্রবার দুপুরে তারাতলা থানা এলাকার কেওপিটি কলোনির কাছে এই ঘটনা ঘটে। 

২৭ বছর বয়সী ওই তরুণী মুরগীর গোশত কিনতে যায় এলাকারই একটি দোকানে৷ গোশত কেটে দেবে বলে দোকানের কর্মী তাকে অন্য একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়৷ সেখানে ওই দোকানদার আরও কয়েকজন বন্ধুকে ডেকে এনে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নাবালক-সহ ছজনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত গোশতের দোকানের কর্মী৷ তার বয়স ১৫ বছর৷

শুধু শারীরিক নির্যাতন করেই থেমে যায়নি অভিযুক্তেরা৷ ধর্ষণের সময় তরুণীর নগ্ন ছবি মোবাইলে তুলতে থাকে তারা৷ ধর্ষণের ভিডিও রেকর্ডিংও করা হয়৷ ছজন মিলে তাঁকে ধর্ষণের পরে পরিত্যক্ত জায়গায় নগ্ন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তেরা৷ পালানোর আগে অভিযুক্তেরা তরুণীকে হুমকি দেয় যে ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাঁর নগ্ন ছবি এবং ভিডিও সব জায়গায় ছড়িয়ে দেবে তারা৷

এরপর তরুণী বাড়ি ফিরে সাহস করে গোটা ঘটনা তার পরিবারের লোকেদের জানায়৷ সেদিন দুপুরেই তারাতলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ পেয়েই তদন্তে নামে তারাতলা থানার পুলিশ৷ রাতেই ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের নাম সুমিত সিংহ, অভিষেক কুমার, প্রদীপ কুমার চৌধুরী৷ এছাড়া আরও তিন নাবালককেও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ নির্ভয়া-কাণ্ডে দিল্লিতে বাসের মধ্যে এক তরুণীকে গণধর্ষণের ঘটনাতেও যুক্ত ছিল এক নাবালক৷

ডিসি (সাউথ-ওয়েস্ট) মীরাজ খালিদ জানিয়েছেন, তদন্তে নেমেই প্রথমে গোশতের দোকানের কর্মীকে গ্রেফতার করা হয়৷ তাকে জেরা করে বাকি পাঁচজনকেও গ্রেফতার করা হয়েছে৷ যে মোবাইলে ধর্ষণের ভিডিও এবং নির্যাতিতা তরুণীর ছবি তোলা হয়েছিল সেটি ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে৷ শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে৷ নাবালক অভিযুক্তদের পেশ করা হয়েছে জুভেনাইল আদালতে৷

এদিন ঘটনাস্থলে যায় তারাতলা থানার পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা৷ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে তারা৷ পাশাপাশি নির্যাতিতা তরুণী এবং অভিযুক্তদের পোশাক সংগ্রহ করা হয়েছে৷ সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

সূত্রঃ হিন্দুস্তান টাইমস


শেয়ার করুন

0 facebook: