রাজিব খাজাঃ উপরের ছবি দেখে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সময়ের আলোচিত মুক্তমনা ইসলাম বিদ্বেষী নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিন। জন্মে নয় কর্মে পরিচয় এই প্রবাদের পুঙ্খানুপুঙ্খ রূপ হলেন এই নারীবাদী লেখিকা, নাহলে কি আর ১২ই রবিউল আউওয়াল শরীফ, রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্মদিনে জন্ম নিয়েও, একজন হাক্কানি পীরের মুরীদ এর মেয়ে হয়েও মুক্তমনা নাস্তিক হতেন?
যদিও আগের মতো
পুরুষদের নিয়ে রাতকে উপভোগ করার মতো শরীর মন কোনোটাই আর অবশিষ্ট নেই। হারিয়ে গেছে
জীবন, যৌবন, ভোগ-উপভোগ, স্বামী-সন্তান,
পরিবার-পরিজন।
কিন্তু তবুও ফিরে আসার নাম গন্ধও নেই, নেই অনুশোচনা, অনুতপ্ততা। খ্যাতি, অর্থ,
পুরস্কার
সবকিছু থাকার পরেও যে তিনি ভীষণ পরাজিত তারও নেই উপলব্দি। এতোকিছুর পরেও ছাড়ছেন না
ইসলাম কে নিয়ে কটাক্ষ। গতকাল তিনি আবারো পবিত্র হুরদের নিয়ে কটাক্ষ করে একটি
স্ট্যাটাস প্রসব করেছেন যা নিম্নরূপ, স্বদেশবার্তার পাঠকদের সাথে হুবুহু শেয়ার করা
হলোঃ-
//জান্নাতের হুর
সম্পর্কে জানছেন তিনি। তিনি জান্নাতে যেতে চান কচি কচি হুরদের সাথে অনন্তকাল
যৌনসঙ্গম করার জন্য। আজ যদি এই লোকটি, এবং এই লোকের মতো লক্ষ কোটি লোক জানে
যে পরকাল বলে কিছু নেই, দোযখ জান্নাত বলে কিছু নেই, জান্নাতের
হুর বলে কিছু নেই -- তাহলে যত নামাজ রোজা হজ্ব যাকাত দাড়ি টুপি -- সব ছেড়ে সে মদ
গিলবে, চুরি ডাকাতি করবে, ধর্ষণ করবে, মানুষ খুন করবে। বদমাইশি,
শয়তানি,
লুচ্চামি
-- যা কিছু করতে চাইতো অথবা লুকিয়ে করতো, প্রকাশ্যে করবে। এই
লোকগুলো মূলত ভালো লোক নয়। ভালো লোক হওয়ার জন্য ধর্মের দরকার হয় না। জান্নাতের লোভ
ছাড়া যে ভালো, পরকালের শাস্তির ভয় ছাড়া যে ভালো, সে সত্যিকার
ভালো, সত্যিকার বিবেক তাদেরই আছে।//
অতএব আমার আর
কিছুই বলার নাই তবে পাঠক মহলের মন্তব্য জানার অপেক্ষায় রইলাম।
খবর বিভাগঃ
ধর্মীয় বিদ্বেষ
মতামত
0 facebook: