25 January 2018

জৈন্তাপুরে ইউএনও মৌরীন করীমের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড হিন্দু কিশোরীর

স্বদেশবার্তা ডেস্কঃ বাল্য বিবাহের দোহাই দিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে ভেঙ্গে দিলেন এক সংখ্যালঘু কিশোরীর।

জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে উপজেলার মোকামবাড়ী (নলজুরী) গ্রামের জিতেন্দ্র বিশ্বাস এর মেয়ে অঞ্জনা বিশ্বাসের (১৪) সাথে গোয়াইনঘাট উপজেলার লাফনাউট কুটাপাড়া গ্রামের সুখময় বিশ্বাস এর ছেলে দুবাই প্রবাসী নগেন্দ্র বিশ্বাস (৩০) এর বিবাহের দিন ধার্য করা হয়।

অাজ কন্যাদানের অাগেই জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মৌরীন করিম উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

এসময় অারও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাজিজুল ইসলাম খোকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম অাজাদ ভূইয়া, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন চন্দ্র বিশ্বাস৷

এ ঘটনায় কিশোরী অঞ্জনা বিশ্বাস ও তার কাকী মাকে উপজেলায় নিয়ে অাসেন এবং বর নগেন্দ্র বিশ্বাস কে উপস্থিত করে উভয়ের মুচলেকা নিয়ে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত কাকীমার জিম্মায় অঞ্জনা বিশ্বাসকে হস্তান্তর করা হয়৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম প্রতিবেদককে জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাল্য বিয়েটি বন্ধ করা হয়েছে। পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে করবে না মর্মে মুচলেকা দিলে মেয়েটিকে তার কাকীর জিম্মায় ও বরকে তার পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়৷


শেয়ার করুন

0 facebook: