25 January 2018

বাল্যবিবাহ করা যাবেনা তাই এক দড়িতে হিন্দু প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা


স্বদেশবার্তা ডেস্কঃ যশোরের অভয়নগরে প্রেমের টানে একটি দড়িতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়ারাবাদ গ্রামের নলামারা খালপাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোবিন্দ বিশ্বাসের মেয়ে লিপা বিশ্বাস (১৩) ও সুশান্ত সেনের ছেলে সৈকত কুমার সেন (১৮)। উভয়েই জয়ারাবাদ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

থানার সোনাতলা ক্যাম্প পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নলামারা গ্রামের খালপাড়ের একটি কচা গাছের ডালে একই দড়িতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

নিহত লিপা বিশ্বাসের বাবা গোবিন্দ বিশ্বাস জানান, গভীর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে ঘরের বাইরে চলে যায়। তার মেয়ের এই বয়সে প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি অবগত নন।

অপরদিকে মৃত সৈকত কুমার সেনের বাবা সুশান্ত সেন জানান, সোমবার পার্শ্ববর্তী স্বপন নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে ছিল তার ছেলে। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। মঙ্গলবার সকালে গ্রামবাসী জানায় তার ছেলে ও এক মেয়ে খালপাড়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় পড়ে রয়েছে। তবে কি কারণে দুজন আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।

গ্রামবাসী জানায়, মৃত দুই শিক্ষার্থীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার পাশাপাশি গ্রামে বসবাস করেন। তবে প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত করেছেন, আরো জানা যায় যেহেতু মেয়েটির বয়স ১৮ এর নিচে এবং ছেলেটির বয়স ২১ এর নিচে তাই তারা চাইলেও বিয়ে করতে পারবেনা এবং একজন অন্যজন কে ছেড়ে থাকতেও পারবেনা তাই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া জানান, প্রেমজনিত ঘটনায় এই দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।


শেয়ার করুন

0 facebook: