25 January 2018

মুসলিমবিদ্বেষী কট্টর জার্মান এএফডি পার্টির নেতার ইসলাম গ্রহণ


আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির সেই রাজনীতিবিদ এখন ইসলামের ছায়াতলে। গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি ইসলাম ও মুসলিম বিরোধী ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনী প্রচারে তার দলের স্লোগান ছিল- জার্মানে মুসলমানদের কোনো স্থান নেই। জার্মান ইসলামী করণের বিরুদ্ধে।

তিনি হলেন জার্মানের ফার-রাইট অল্টারনেটিভ ফোর ডোটসল্যান্ড পার্টির (এএফডি) পশ্চিম জার্মানের ব্রান্ড্যানবার্গ শাখার জাতীয় নির্বাহী কমিটির সদস্য অর্তুর ওয়াগনার।

গত বছরের সেপ্টম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এএফডি প্রথম ভোটে অংশে নিয়ে তৃতীয় অবস্থানে আসে।

অর্তুর ওয়াগনার মূলত খ্রিস্টিয়ান ডেমোক্রোট ছিলেন। ২০১৫ সালে তিনি এএফডিতে যোগ দিনে। তিনি জার্মান-রাশিয়ান কমিনিউটির সক্রিয় সদস্য ও জার্মান-রাশিয়ার আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি চায়না থেকে আগত শরণার্থীদের দূভাষীর কাজও করতেন।

ওয়াগনার মনে করেন, এএফডির সদস্যদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেছেন। যদিও এএফডির মুখপাত্রে দাবি, তাদের দলের সদস্যদের মধ্যে আরও মুসলিম থাকতে পারে।

এএফডির মুখপাত্র বলেছেন, ওয়াগনার ইসলাম গ্রহণ করে  দলের সদস্য পদও ছেড়ে দিয়েছেন। ওয়াগনার বলেছেন, দল ছাড়ার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে, বার্লিনের একটি দৈনিককে তিনি তার ইসলাম গ্রহণের কথা নিশ্চিত করেছেন। এবং গত ১১ জানুয়ারি তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ ছাড়ারও ঘোষণা দিয়েছেন।

জার্মানের দৈনিক ডার তাগেসপিগেলকে বলেছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। দল ছাড়ার সিদ্ধান্তটা তার আগেই ছিল।

এএফডির মুখপাত্র বলেন, এই পরিবর্তনে অর্তুর ওয়াগনারের  মধ্যে কোনো উদ্বেগ ছিল না। এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে তার কোনো বাধাও ছিল না। এই মুখপাত্রের দাবি, ওয়াগনার যে সরে যাবেন এটা তাদের আগে জানা ছিল না।

এএফডির পশ্চিম জার্মানের ব্র্যান্ডেলবার্গ শাখার মুখপাত্র ডানিয়াল ফ্রাইয়েজ বলেছেন, ওয়াগনারের চলে যাওয়ার ঘটনায় দলে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, কোনো মুসলিমের এএফডির সদস্য হতে বাধা নেই। তারপরও গত সেপ্টম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রচারণার স্লোগান ছিল জার্মানে ইসলামের স্থান নেই। জার্মান ইসলামি করণের বিরুদ্ধে।

তিনি বলেন, শরণার্থী হিসেবে জার্মানে বসবাসকারী শত শত মুসলমানদের প্রতি কটাক্ষের কারণে এএফডি অভিযুক্ত হয়েছে।


শেয়ার করুন

0 facebook: