27 January 2018

রাষ্ট্রপতি হিসেবে তিনটি নাম পছন্দের তালিকায় রেখেছে আ.লীগ


স্বদেশবার্তা ডেস্কঃ দলটির শীর্ষপর্যায়ের নেতারা জানান, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত আলোচনা না হলেও বর্তমান রাষ্ট্রপতিকেই বেশি পছন্দ আওয়ামী লীগের। দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদের ওপরই এখনো আস্থাশীল আওয়ামী লীগ। তবে দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির দায়িত্ব নিতে কোনও কারণে তিনি অপারগতা প্রকাশ করলে বিকল্প হিসেবে ক্ষমতাসীন দল জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের নামও বিবেচনায় রেখেছে।

একটি সূত্র জানায়, এখনও রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদের বিকল্প নিয়ে কিছু ভাবছে না আওয়ামী লীগ। দলমত নির্বিশেষে সবার কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারপরও বর্ষীয়ান এ ব্যক্তিত্ব কোনও কারণে যদি ফের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন সেক্ষেত্রে অন্য কোনও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্বকে এ পদে প্রার্থী করবে ক্ষমতাসীন দল। এ ভাবনা থেকেই দলের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ও আবুল কালাম আজাদের নাম নিয়ে আলোচনা রয়েছে। তবে একটি সূত্র জানায়, এখনই রাজনীতি থেকে অবসরে যেতে চান না সৈয়দ আশরাফ। তাই রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন তিনি। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আরও জানিয়েছেন, সৈয়দ আশরাফুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য  আরেক দফা প্রস্তাব করা হবে।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্র জানায়,আগামীর পথচলা আওয়ামী লীগের জন্যে সুখকর হবে না। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে কোন ভুল সিদ্ধান্ত গ্রহণ সরকার ও আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে দিতে পারে। বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকেই আওয়ামী লীগ এগিয়ে রেখেছে। তিনি ইতোমধ্যেই আস্থা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাই দ্বিতীয় দফা আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলে নতুন কোনও বিতর্ক সৃষ্টি করতে পারবে না আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষগুলো। সৈয়দ আশরাফুল ইসলামকেও তালিকায় রাখা হচ্ছে ইমেজসম্পন্ন রাজনীতিক হিসেবে খ্যাতি থাকায়।  তাছাড়া, আওয়ামী লীগের জন্যও নিরাপদ তিনি।

আবুল কালাম আজাদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। তার রাজনৈতিক ত্যাগ-তীতিক্ষা বিবেচনায় নিয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুই নেতা জানান, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের ভাবনায় আবদুল হামিদের পাশাপাশি ওই দুজনের নাম রয়েছে। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে ২১তম রাষ্ট্রপতি।


শেয়ার করুন

0 facebook: