আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নামের দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের সরকারি দফতরগুলোর দখলে নিয়েছে।
এসটিসির আন্দোলনের মূল কারন হচ্ছে, তারা চাচ্ছে ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলকে স্বাধীন করবে। তবে বিচ্ছিন্নতাবাদীদের এ কার্যক্রমকে অভ্যুত্থান চেষ্টা বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ বিন দাঘের।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এডেনে যা ঘটছে তা খুবই ভয়ানক। এতে ইয়েমেনের একতা, স্থায়িত্ব ও নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলবে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রী।
এসটিসির নেতৃত্বে রয়েছেন আইদারোস আল জুবাইদি। এডেনের সাবেক এ গভর্নর দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
আমিরাতের পৃষ্ঠপোষকতায় দেশভাগের ষড়যন্ত্রের কারণে তাকে বরখাস্ত করা হয়। আলজাজিরা জানায়, রোববার আব্দ রাব্বু হাদির সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বহু সেনা মোতায়েন করা হয়েছে। এদিন সরকারি বহু দফতর, স্কুল-কলেজ ও দোকানপাট বন্ধ ছিল।
এসটিসির আলটিমেটামের পর শনিবার প্রেসিডেন্ট আব্দ রাব্বু গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। হাদি সরকারের প্রধানমন্ত্রীকে অপসারণ ও মন্ত্রিসভা ভেঙে দেয়ার দাবিতে আলটিমেটাম দেন বিচ্ছিন্নতাবাদী নেতা জুবাইদি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
জাতিগত বিদ্বেষ
0 facebook: