30 January 2018

রাজপথে আন্দোলনে না নামলে নেতাদের ‘চুড়ি’ পরিয়ে দেবঃ সোহেল


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেল আগামির আন্দোলনে দলের কেন্দ্রীয় নেতাদের রাজপথে না দেখলে বাড়িতে গিয়ে চুড়ি পরিয়েদেওয়ার হুমকি দিয়েছেন

সোমবার নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বক্তব্যে এই হুমকি দেন তিনি

সোহেল মহানগর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “এবার সকলে মাঠে নামার প্রস্তুতি নিন, দেখা হবে রাজপথেকত শক্তি আছে তাদের, দেখবো আমরা

খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলাররায়ের দিন আগামী ৮ ফেব্রুয়ারি সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল

তিনি বলেন, “সম্মান রেখে আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতারা যারা সেই দিন রাস্তায় নামবেন না, পরের দিন তাদের বাসায় গিয়ে আমরা চুড়ি পরিয়ে দেবআমরা এবার দলের সিনিয়র নেতাদের রাস্তায় দেখতে চাই

এই অনুষ্ঠানে বক্তব্যে সরকারের ষড়যন্ত্র রুখতে জনগণের সুনামিসৃষ্টি করতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘“আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছেসারাটা জীবন আন্দোলন-সংগ্রামের মধ্যে আছি, কখনও সরে যাইনি

আপনারা যারা তরুণ আছেন সময় আপনাদেরপরিবর্তন আপনাদেরই আনতে হবেপরিবর্তন আনতে হলে আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে


শেয়ার করুন

0 facebook: