মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসকে গরুবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত ও চারজন আহত হয়। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। আহত এক নারী ও তিন পুরুষ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লাশগুলো সদর হাসপাতালের মর্গে রয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
এসআই মোস্তফা জানিয়েছেন, মাইক্রোবাস চালক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। মাইক্রোবাস যাত্রীরা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে ঈদ করতে যাচ্ছিলেন বলে হাসপাতালে আহতদের পাশে থাকা একজন জানিয়েছেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: