30 January 2018

যেভাবে বিধ্বস্ত বিমান থেকে রক্ষা পেলো এক নবদম্পতি


আন্তর্জাতিক ডেস্কঃ মনিকার সাথে উইলিয়ামের দেখা পেরুর এরেকুইপাতেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এসে মনিকা এখানে প্রাইমারি স্কুলে ইংরেজি পড়াচ্ছেস্থানীয় এক বিশ্ববিদ্যালয়ে একবার দুজনে মিলে দ্বৈতসঙ্গীত গেয়েছিলমনিকার গানের গলা বেশ উঁচুছেলেদের হিসেবে উইলিয়ামেরটাও একই রকমইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে উইলিয়ামের আগমন এই ক্যাম্পাসেদুজনের রোমান্সের শুরুটাও হয়েছিল দুর্দান্ত একটা স্প্যানিশ ফোক গান দিয়েগানের প্রথম লাইন আমি তোমায় ভালোবাসি। এভাবেই শুরু, হঠাৎ একদিন চলোঅন্যরকম কিছু করি। জঙ্গলে হানিমুন করি’ ফিঁয়াসে উইলিয়াম জিকে প্রস্তাব দিল মনিকা গ্লেন। 

বিয়ের অনুষ্ঠানটাও ছিল সব দিক থেকে চমৎকার২০০৫ সালের ২১ আগস্ট পেরুর প্রাচীন এক চার্চের লন বেয়ে হেঁটে এল মনিকাপরনে হাতে বোনা পোশাক, হাতে ধরা একগুচ্ছ ফুল, পেছনে আনন্দে উচ্ছল আত্মীয়স্বজনশুধু বিয়েতে অংশ নিতেই সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছে তারা বিয়ের দুই দিনের মাথায় উচ্ছ্বসিত নবদম্পতি চলেছে রাজধানী লিমার পথে১৪ ঘণ্টার সফরের শুরুটা ছিল উপকূলীয় আঁকাবাঁকা পথে২৭ বছর বয়স, ঘাড় পর্যন্ত লম্বা বাদামি চুলের ঢেউ, মনিকা সব সময়ই দারুণ অ্যাডভেঞ্চারপ্রিয়গ্র্যাজুয়েশন শেষ করে পিচ কর্পসে যোগ দিয়েছিল মনিকাইংরেজি পড়াতে গিয়েছিল চীনের এক গ্রাম্য এলাকায়নতুন সংস্কৃতি চষে বেড়ানোর সাধ এখনো তার রক্তেসেই সূত্রেই এরেকুইপাতে শিক্ষকতার চাকরি, সাথে পেল উইলিয়ামকে

ঝাঁকুনি খেতে খেতে বাস এগোচ্ছিলমনিকা তখন গাইডবুকে ডুবেপড়ছে পেরুর রেইনফরেস্টের গল্পপৃথিবীর প্রাণিবৈচিত্র্যের অন্যতম প্রধান জায়গা এই রেইনফরেস্টকিছু বানর দেখলে কেমন হয়?’ উইলিয়ামকে লোভ দেখাল মনিকা

পরিকল্পনাটা মোটামুটি এ রকম: প্লেনে প্রথম যাওয়া হবে উত্তর-পূর্বের পুকাল্পা শহরেওখান থেকে ইকুইটসআমাজন নদীমুখের সবচেয়ে কাছাকাছি শহরগুলোর একটা এই ইকুইটসবহু ঝুলন্ত ব্রিজ, অনেক উপরে জঙ্গলে গাছের ওপর দিয়ে বানানো ঝুলন্ত চলাফেরার রাস্তা আর দারুণ রোমাঞ্চকর রিভারক্রুজের জন্য বিখ্যাত এ জায়গা

বোটে করে আমাজন নদীতে চার দিনের একটা ভ্রমণের পরিকল্পনাও তাদের ছিলগহিন জঙ্গলের মধ্যে মশারি ঘেরা এক বিছানায় হানিমুনের স্বপ্ন সবাই দেখে না, কিন্তু ওরা দেখেছিলপুরো ব্যাপারটা ছিল সত্যিকারের অ্যাডভেঞ্চার

লিমা বিমানবন্দরে দেখা গেল আরেক আমেরিকান গ্যাব্রিয়েল ভিভাসকেগোলগাল মুখশ্রী, নাবিক-ছাঁটের চুল আর মুখভর্তি হাসি তারগ্যাব্রিয়েলও বেরিয়েছ ভ্রমণেবিরাট লাল-সাদা ট্যান্স পেরু এয়ারলাইনারে আরোহণের অপেক্ষায় আছে সেহ্যান্ড লাগেজ আর শপিং ব্যাগভর্তি উপহারের ঝুলি নিয়ে সাথে আছে তার স্ত্রী ডায়ানানিউইয়র্ক থেকে এ ভ্রমণের জন্য রীতিমতো অর্থ জমাতে হয়েছে এই দম্পতিকেপাঁচ ছেলেমেয়েকে ছেড়ে এটাই তাদের প্রথম ভ্রমণপুকাল্পা ভ্রমণের ইচ্ছা তাদেরওখানে গ্যাব্রিয়েলের বাবার সাথে সাক্ষাৎ হবে ডায়ানার

প্লেনের ব্যাপারে ভয় আছে ডায়ানারঅডিও যন্ত্রপাতির দোকানে ম্যানেজারের কাজ করে গ্যাব্রিয়েলডায়ানাকে বোঝাল, ভয়ের কিছু নেইজাস্ট একটু লাফ-ঝাঁপ ঝাঁকুনির মতো ব্যাপারটাট্রিপটা তাদের জন্য স্পেশাল ছিল আরেকটা কারণেতাদের সাথে আছে গ্যাব্রিয়েলের ভাই জোসি আর তার তিন মেয়েবড় মেয়ে জোসেলিন মেতে আছে তার ১৫তম জন্মদিন নিয়েল্যাটিন আমেরিকায় দিনটিকে বলে কুইনসেনটিরাশৈশব কাটিয়ে আজ প্রাপ্তবয়স্কদের দলে যোগ দিয়েছে জোসেলিনশিগগিরই একটা পারিবারিক অনুষ্ঠানও হবেনাচ, গান, পাঁচতলা কেক আর গোলাপ দিয়ে উদযাপন হবে অনুষ্ঠানটি

ব্যাকপ্যাক পিঠে, সিডি আর স্কুলের ছেলেমেয়েদের জন্য কেনা ৪৫টি উপহারের ব্যাগ সাথে সিঁড়ি ভাঙতে শুরু করেছে ভিভাস পরিবারের এই ক্ষুদ্রাংশবোয়িং ৭৩৭-এ ওঠার সময় হয়েছে

সিটের সারির মাঝ দিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল আরোহীরাসিট খুঁজে নিয়ে, লাগেজ গুছিয়ে সিটবেল্ট বেঁধে নিচ্ছিল সবাই৯২ আরোহী আর ছয় ক্রুসহ ২০৪ নম্বর ফ্লাইটটি ছিল প্রায় ধারণক্ষমতার কাছাকাছি ভর্তি বেলা ২টা ২৪ মিনিটে রানওয়ে ছেড়ে ঝকঝকে আকাশে উড়াল দিল বিমানলিমার ঘরবাড়ির ওপর দিয়ে তীর্যকভাবে ১০ হাজার ফুট ওপরে উঠে এরপর মাটির সমান্তরালে চলতে শুরু করল৪৮০ কিলোমিটার পথ পেরোতে হিসাব মতো নেয়ার কথা এক ঘণ্টা

কেবিন ক্রু পাওলা হেঁটে হেঁটে যাত্রীদের এটা-ওটা সার্ভ করছিলযাত্রীরা ঝুঁকে আছে জানালার কাছাকাছি যাতে নিচের পৃথিবীটাকে আরেকটু ভালো করে দেখা যায়

পাওলার দায়িত্ব ছিল বিমানের পেছনের দিকটাট্যান্স বিমানে সব সময় সিনিয়রিটি অনুসারে কাজ বণ্টন করা হয়পাওলা ভেবেছিল তার হয়তো সামনের দিকে দায়িত্ব পড়বেকেন কে জানে তাকে দায়িত্ব দেয়া হয়েছে পেছনের দ্বিতীয় একটা টিমেএগুলো দেখাশোনা করা অবশ্য তার জন্য সহজমাত্র তিন বছরে দুটো এয়ারলাইন্সে কাজ করেছে পাওলাকিন্তু এরই মধ্যে আবহাওয়ার পাগলামি, গেঁয়ো যাত্রী কিংবা এয়ার-সিক ছেলেমেয়ে সবই সামলানো শিখেছে সে

নিচে দেখো, কত্তো সুন্দর!শোনা গেল ডায়ানা ভিভাসের গলাবিমান তখন আন্দিজ পর্বতমালার উপরেঘন সবুজে ছাওয়া অদ্ভুত সুন্দর সারিবাঁধা পর্বতমালা আন্দিজএখানে-ওখানে চকচকে নীল নদী আর লেক দিয়ে সাজানোডায়ানার পাশে গ্যাব্রিয়েলও চুপ নেইপিচ্চি একটা ইন্ডিয়ান গ্রাম চোখে পড়েছে তারওই সব গ্রামের লোকজন এখনো নদীতে যায় তাদের কাপড়-চোপড় কাচতে’, স্ত্রীকে বলল সেওদিকে তাদের পেছনের সারিতে বসে কেক আর ড্রিংকস শেষ করে চলেছে দলের তিন কনিষ্ঠ সদস্য

মনিকা গ্লেন ঘুমিয়ে গেছেউইলিয়াম অবশ্য জেগেইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র উইলিয়াম স্বেচ্ছাসেবী ফায়ারকর্মীও বটে১৯৯৬তে তাদের বাড়ির কাছে যে প্লেন ক্র্যাশ করেছিল, তারই বিভিন্ন দৃশ্য কল্পনায় ভাসছিল তারদলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল সে তখনকিন্তু ১১৭ জন যাত্রীর কাউকেই জীবিত পাওয়া যায়নিএসব ভাবতে ভাবতেই জরুরি নিরাপত্তা কার্ডটা বের করে পড়তে শুরু করল উইলিয়ামজরুরি মুহূর্তে যাত্রীদের সবচেয়ে কাছের দরজা দিয়ে বেরোতে বলেছেআশপাশে তাকিয়ে উইলিয়াম দেখল সবচেয়ে কাছের দরজা তাদের দুই সারি সামনে

ট্যান্স পেরু এয়ারলাইন্সের এই বোয়িং ৭৩৭-এর মতো বিমান আছে মোট তিনটাবিমানে মোট ২০টা সারি, ইমার্জেন্সি এক্সিট চারটাএকটা সামনে, একটা মাঝামাঝি আর দুটো পেছনের দিকেসরকারি এ বিমানগুলো দিয়েই জঙ্গল আর পাহাড়ি শহরগুলোর সাথে যোগাযোগ রাখে লিমাবাসীদরিদ্র দেশগুলোর দুর্গম এলাকাগুলোতে আকাশপথে যাতায়াতে ঝুঁকিও আছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ২০০৫ সালের নিরাপত্তা রিপোর্ট বলছে, পশ্চিমে তৈরি এয়ারক্র্যাফটগুলো উত্তর আমেরিকার চেয়ে ল্যাটিন আমেরিকায় ক্ষতির মুখে পড়েছে ১৩ গুণ বেশিএ এলাকার ৭০ শতাংশ বিমান দুর্ঘটনার কারণ প্রতিকূল আবহাওয়া, যে দুর্ঘটনাগুলোয় বিমান মোটামুটি পাইলটের নিয়ন্ত্রণেই ছিলএ জাতীয় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে বিমান ক্রুদের দক্ষতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারঅন্যদিকে ২০০৩-এর জানুয়ারিতে পর্বতে আছড়ে পড়েছিল ট্যান্স এয়ারলাইন্সের একটা বিমানবিমানের ৪৬ যাত্রীর সবাই মারা গিয়েছিল ওই দুর্ঘটনায়

ঘুম ভেঙেছে মনিকারনিচে তো দারুণ সবুজ!আড়মোড়া ভাঙতে ভাঙতে সে বললবড় বড় চোখ নিয়ে যখন সে নিচে দেখছিল, তখন পাইলটের গলা শোনা গেলসিটবেল্ট বাঁধার নির্দেশমিনিট দশেকের মধ্যে পুকাল্পা বিমানবন্দরে ল্যান্ড করবে বিমান

মাত্র কয়েক মুহূর্ত৭৩৭ নামতে শুরু করেছেবাইরে আকাশ রীতিমতো অন্ধকারজানালায় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছেঝাঁকুনি খেতে শুরু করেছে বিমান

পাওলা চু পানীয় সার্ভ করে ট্রলিটা জায়গামতো রাখতেই জ্বলে উঠলে সিট বেল্ট বাঁধার বাতিটাকেবিন বস সার্ভিস ফোনে ক্রুদের সিটে বসতে বলছেনততক্ষণে পাওলা টের পেয়েছে আবহাওয়ার অবস্থা সুবিধার নয়সিট বেল্ট বাঁধার নির্দেশ সাধারণত যাত্রীদের জন্যসে আর তার সঙ্গী পেছনের দরজার পাশে সিটে বসে পড়লকিছুটা আনমনেই বলা যায় পাওলা তার মেকআপ ঠিক করে নিচ্ছিলদক্ষতার সাথে লিপস্টিকটা বুলিয়ে নিচ্ছিল ঠোঁটেততক্ষণে বিমান দুলতে শুরু করেছে

আবহাওয়ার অবস্থা তখন আরো খারাপের দিকেবিমান রীতিমতো কাঁপছিলতারপরই একটা তীক্ষ ঝাঁকুনি দিয়ে অনেকটা নিচে নেমে গেল বিমানওহ, মাই গড!চিৎকার করে উঠল ডায়ানা ভিভাসস্বামীর বাহু আঁকড়ে ধরেছে সেভয় পেয়ো না, এ রকম মাঝে মধ্যে হয়স্ত্রীকে আশ্বাস দিলেও ভেতরে ভেতরে নিজেই কাঁপতে শুরু করেছে গ্যাব্রিয়েলজানালা গলে গাছপালার মাথা চোখে পড়ল তার স্রষ্টা বাঁচিয়ছেন, প্রায় নেমে এসেছি আমরানিজেকে বোঝাল সেপেছনের সারিতে তার ভাতিজীরা রীতিমতো চিৎকার করছিলবিমান তখন এগোচ্ছে ঝাঁকুনি দিয়ে, লাফিয়ে লাফিয়ে

ভয়ে সাদা হয়ে গেছে মনিকার চেহারাসিটের হাতল খাঁমচে উইলিয়ামের দিকে তাকাল সে, ‘অবস্থা স্বাভাবিক মনে হচ্ছে নাকিছু একটা হয়েছে নিশ্চয়ই
এতক্ষণে আতঙ্ক গ্রাস করেছে পাওলাকেওএকটা ঝাঁকুনি দিয়ে ৫০ ফুট নিচে নেমে থেমে গেল বিমানতারপর আরো ৫০ ফুট নামলবাইরে কিছুই দেখতে পাচ্ছিল না পাওলা কিন্তু ইঞ্জিনের কর্কশ শব্দটা কানে এল তারল্যান্ডিংয়ের আগে ওরকম শব্দ করে ইঞ্জিনততক্ষণে জানালায় বৃষ্টির সাথে শিল পড়তে শুরু করেছে

বিমান এখন নিয়ন্ত্রণহীনদুলছে, ঝাঁকুনি খাচ্ছে, ভয়ঙ্করভাবে নিচে নামছেকেবিনের বাতিগুলো নিভে গেছেবাঁশের বেড়ার ওপর দিয়ে লাঠি নিলে যেমন শব্দ হয়, তেমন ট্যাট-ট্যাট শব্দ শুনতে পেল পাওলাজানালায় গাছের ডাল বাড়ি খাওয়ার শব্দঘন রেইন ফরেস্ট ছিঁড়তে ছিঁড়তে নামছিল বিমান! তারপরই প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়ে দুই টুকরো হয়ে গেল ওটা

গ্যাব্রিয়েলের সামনের সিটগুলো বাতাসে উড়ে গিয়েছিলমাথার উপরে অক্সিজেন মাস্ক ঝুলছিলডায়ানার তখন অন্য চিন্তাঃ ছেলেমেয়েদের আর কখনো দেখতে পাব নানিজের সিটের সামনেই ছিটকে পড়েছিল গ্যাব্রিয়েলহঠাৎই মুখের ওপর প্রচণ্ড উত্তাপ টের পেল সেকেউ যেন তার মুখের ওপর আগুনের হলকা বইয়ে দিলসামনে তাকিয়ে কমলা রঙের একটা আগুনের গোলা ফাটতে দেখল সে

সিট বেল্ট খুলতে পারছি না’, ডায়ানার আতঙ্কিত চিৎকার শোনা গেলবিমানে তখন হ-য-ব-র-ল অবস্থামাঝখানের প্যাসেজ অন্ধকার আর গাঢ় ধোঁয়ায় ভর্তিসিট থেকে ছিটকে ছিটকে বেরোচ্ছিল যাত্রীরাসবারই টার্গেট প্যাসেজচিৎকারে বিশৃঙ্খলা হয়েছে দ্বিগুণগ্যাব্রিয়েল ডায়ানাকে আঁকড়ে ধরে তার সিট-বেল্ট খুলে দিলআরেক হাতে ভাতিজী জারলাইনকে ধরে দুজনকেই ঠেলে দিল সামনের প্যাসেজেআগাও, দ্রুত!চিৎকার শোনা গেল তারনিজে এগোতে গিয়ে পেছনে আরেকটা আর্তচিৎকার শুনতে পেল গ্যাব্রিয়েল আয়ুডা, আয়ুডা!সিট-বেল্টে আটকা পড়ে স্প্যানিশ ভাষায় চিৎকার করছে পেরুভিয়ান এক মহিলাসিট-বেল্ট খুলে তাকেও সামনের প্যাসেজে ঠেলে দিল গ্যাব্রিয়েল

ধোঁয়া এত ঘন ছিল যে কেউই কিছু দেখতে পাচ্ছিল নাসামনের কিছু যাত্রী প্যাসেজে ঢুকতে না পেরে বিমানের মাঝখানের পানি নির্গমনের পথে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে

উইলিয়াম আর মনিকা ততক্ষণে সিট থেকে মুক্ত হয়েছেমনিকা এগোচ্ছিল দুই সারি সামনের দরজার দিকেকিন্তু উইলিয়ামের চিৎকার শোনা গেল, ‘না, পেছনের দরজা দিয়েনির্দেশনার সাথে না মিললেও উইলিয়াম জানত সে-ই সঠিকবিমানের সামনেরটা ততক্ষণে জ্বলতে শুরু করেছেউইলিয়াম স্ত্রীকে পেছনে ধাক্কাতে শুরু করলফায়ারকর্মী হিসেবে তার ভালোই জানা আছে, বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহত হয় বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত যাত্রীরাদুই হাত দিয়ে স্ত্রীর মুখ ঢেকে রাখতে চেষ্টা করল সে

পেছনের নির্গমন দরজার কাছে অজ্ঞান হয়ে গিয়েছিল পাওলাযখন জ্ঞান ফিরল, তখন তীক্ষ যন্ত্রণা মাথায়কপাল ফেটে রক্ত বেরোচ্ছেদরজা ভেঙে খুলে গিয়েছিলযাত্রীরা পাওলার শরীর টপকে বাইরে বেরোতে চেষ্টা করছিলনিজের পায়ে উঠে দাঁড়াতে চেষ্টা করল পাওলাচেষ্টা করছিল দরকারি কথাগুলো মনে করতে, যেগুলো তাদের শেখানো হয়েছিলঃ যাত্রীদের বের করার জন্য তোমার হাতে আছে ৯০ সেকেন্ড সময়, এরপরই ঘটবে বিস্ফোরণ

নির্গমন পথটাও আগুনে ঢেকে গেছে ততক্ষণেনিজেকে কোনোভাবে পেছনের দ্বিতীয় নির্গমন দরজার কাছে নিয়ে গেল পাওলাহ্যান্ডেল টান দিয়ে বুঝল ওটা আটকে আছেক্ষীণকায় পাওলা তার সব শক্তি দিয়ে চেষ্টা করছিল দরজাটা খুলতেকিন্তু এক বিন্দুও নড়াতে পারল নাহেল্প মিচিৎকার করল সেএকজন এগিয়ে এসে হ্যান্ডেল টেনে ধরলে পাওলা লাথি দিয়ে খুলতে চেষ্টা করলক্যাঁচক্যাঁচ শব্দে খুলে গেল দরজাগেট-আউটএরপরই চিৎকার শোনা গেল তার

দরজার ওপাশে অন্ধকার আর তুমুল শিলাবৃষ্টিমিটার তিনেক দূরে স্যাঁতসেঁতে নালাজরুরি সিঁড়ি বিমান ক্র্যাশের সময় ভেঙে গেছেঝাঁপ দাও’ আবারো চিৎকার করল পাওলা

যাত্রীরা ধাক্কাধাক্কি করে, দলে-পিষে এগোচ্ছিল দরজার দিকেঅনেকে গুঁতা খেয়ে মেঝেতে গড়াচ্ছিলঅন্যরা ওদের ওপর দিয়ে চলে যাচ্ছিলধাক্কাধাক্কি করো নাচিৎকার করছিল পাওলাযারা মেঝেতে গড়াচ্ছিল, তাদের উঠতে সাহায্য করছিল সেকাউকে মাড়িয়ে দিয়ো নাপাওলার গলায় আদেশের সুরতারপর আবার গেট-আউট

একে একে প্রায় ২০ জন যাত্রী ঝাঁপিয়ে পড়েছে ততক্ষণেজোসি ভিভাস, তার তিন মেয়ে বেরিয়ে গেছে, গ্যাব্রিয়েল আর ডায়ানাও বেরিয়ে গেছেতাদের ঠিক পরেই মনিকা আর উইলিয়াম

ধোঁয়া আর গ্যাস কুণ্ডলি পাকাতে শুরু করেছেপাওলা তখনো দরজার কাছে দাঁড়িয়েতার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থাপ্রচণ্ড হুটোপুটির ভেতর দিয়েও আটকে পড়া যাত্রীদের আর্তচিৎকার কানে আসছিল তারওরা নির্ঘাত পুড়তে চলেছে’, মনে হলো পাওলারকিন্তু কালো ধোঁয়া তাকে ছেঁকে ধরেছেনিঃশ্বাস নিতে পারছিল না সেআর এক মিনিটের মধ্যেই সবাই মারা যাবে, পরিষ্কার বুঝতে পারছিল পাওলাক্ষমা করো প্রভু’, ভাবতে ভাবতেই দরজা থেকে ঝাঁপ দিল সে

বাইরে তখন দোজখের অবস্থাজঙ্গলের ভেতরে ৪০০ মিটারের একটা পথ করে গেছে বিমানচারদিকে ভাঙা ডালপালার মধ্যে মানুষের শরীর, লাগেজ আর ক্রু-কেবিনের সিট ছড়িয়ে-ছিটিয়ে আছেএকটা স্তূপের নিছে চাপা পড়েছে এক মহিলার অর্ধেক শরীরপেছনে ছড়ানো তার কাল চুলধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে এক স্টুয়ার্ডের দেহকাদা খচতে খচতে এগোচ্ছে বেঁচে যাওয়া হকচকিত যাত্রীরাবিমানের জানালা গলে তখন লকলকে আগুনের শিখাগাঢ় ঝাঁঝালো ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে বাতাস

বিমানের ধাতব গলা তাপ থেকে যারা দূরে সরতে পেরেছিল তারা পড়েছে কনকনে ঠাণ্ডার মধ্যেআমাজন উপকূলের মতো এখানে বাষ্প নেই বাতাসেএটা ছিল পেরুর রেইনফরেস্টের উচ্চতম জায়গাবজ্রবৃষ্টি আর হাড়কাঁপানো ঠাণ্ডার জায়গা এটাতাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছিবৃষ্টির পাশাপাশি প্রায়ই নামে শিলাবৃষ্টিশিলাগুলো প্রায় মার্বেলের মতো বড় বড়

কোমর সমান কাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছিল পাওলাকেযেকোনো সময় বিস্ফোরিত হতে পারে বিমানদূরে সরে যাও, দূরে’, তখনো চিৎকার করে যাচ্ছিল সে

বেঁচে যাওয়া যাত্রীদের অনেকেই গুরুতর আহতক্ষত থেকে তখনো রক্ত ঝরছিলআঠালো কাদার মধ্যে জুতা হারিয়ে ফেলেছে অনেকেইকেটে-ছিঁড়ে গেছে অনেকের পাওই অবস্থাতেই উঁচু জমিতে ওঠার চেষ্টা করছিল সবাইহাঁটতে চেষ্টা করছিল কিন্তু বারবার পড়ে যাচ্ছিল পাওলাবিমান থেকে ঝাঁপ দেয়ার সময় তার ডান গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছেকাদা থেকে উঠতে না পেরে সাহায্যের জন্য চিৎকার দিল পাওলাএক যাত্রী অনেক কষ্টে তার হাত আঁকড়ে টেনে নিয়ে এগোতে চেষ্টা করল

কয়েক মিটার দূরে মনিকাও পা টেনে টেনে এগোচ্ছিলটি-শার্ট, হালকা ট্রাউজার আর স্যান্ডেল পায়ে ঠকঠক করে কাঁপছিল সেমুখের এখানে-ওখানে পোড়া দাগএতটাই হকচকিত ছিল যে, ভয় উধাও হয়ে গিয়েছিল তারমাথায় তখন তার একটাই চিন্তা ঘুরছেএটা কি স্বপ্ন না বাস্তব?’

তার পাশেই আহত হাত দুটো সামনে নিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করছিল উইলিয়ামস্ত্রীর মুখ বাঁচাতে গিয়ে হাত দুটো মারাত্মক জখম হয়েছে তারফোস্কা পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, চামড়াও উঠে গেছে এখানে-ওখানে

কয়েক মিটার দূরে কিছু একটা নজরে পড়ল উইলিয়ামেরজ্বলন্ত বিমানের কাছেই একটা ধ্বংসস্তূপের ওপর একা একা বসে আছে কালো চুলের ৮-৯ বছরের এক মেয়েমা! মা!হিস্টিরিয়া রোগীর মতো কেবল মাকে ডেকে চলেছে সেমমতায় ভিজে উঠল উইলিয়ামের মনকিন্তু কী-ই বা করতে পারে সে? একজন প্যারামেডিক হিসেবে ডজনখানেক উদ্ধারকাজে অংশ নিয়েছে সেসে জানে কী করতে হবে, কিন্তু ক্ষতবিক্ষত হাত নিয়ে সে কিছুই করতে পারছে না

আমি যাববলল মনিকা

উইলিয়াম চাচ্ছিল না মনিকা যাকআশপাশে কেউ আছে? ডাক দিল উইলিয়ামএগিয়ে এল এক পেরুভিয়ানত্রিশের মতো বয়স, গায়ে মেরুন শার্টমেয়েটাকে একটু সাহায্য করবে প্লিজ?’ অনুনয়ের সুরে বলল উইলিয়ামপা টেনে এগিয়ে গেল লোকটিমেয়েটির দুই হাত জড়িয়ে নিল নিজের গলায় আশপাশটা একবার জরিপ করল মনিকা আর উইলিয়ামবেঁচে যাওয়া কাউকে দেখা যায় কি নাকারো কি সাহায্য দরকার?’ দুজনই চিৎকার দিলকোনো উত্তর অবশ্য এল না

কিন্তু কিছু একটা কানে এল গ্যাব্রিয়েল ভিভাসেরকিসের শব্দ ওটা?’ তার কণ্ঠে জিজ্ঞাসাসে আর তার পরিবারের সবাই বিমান থেকে বেরোতে পেরেছিলনালার মধ্যে মনিকা আর উইলিয়ামদের পাশাপাশিই হাঁটছিল তারা পেছনে কিছু একটা শুনতে পেয়েছে গ্যাব্রিয়েলআগুনের কাছাকাছি জায়গা থেকে আসছে শব্দটাপাঁচ সন্তানের পিতার কখনো এ শব্দ চিনতে ভুল হওয়ার কথা নয়শিশুর গলা এটাপেছন ফিরে শিশুটাকে কাদার মধ্যে পড়ে থাকতে দেখল উইলিয়াম

কোথায় যাচ্ছ?’ জানতে চাইল ডায়ানা

ওই শিশুটাকে নিয়ে আসি’, হাঁটতে হাঁটতেই জবাব দিল গ্যাব্রিয়েল

প্রচণ্ড আতঙ্ক গ্রাস করেছে ডায়ানাকেবিস্ফোরণ হলেই নির্ঘাত মারা পড়বে তার স্বামীঅনুনয় করল যেন সে না যায়কিছু হবে নাদৃঢ় ভঙ্গিতে আগুনের ধ্বংসস্তূপের দিকে এগোতে এগোতে জবাব দিল উইলিয়ামভয় অবশ্য তারও লাগছিলজায়গাটা যে ভয়াবহ রূপ নিয়েছে, তা তার কল্পনাতেও আসেনিমানুষের শরীরের বিভিন্ন অংশ পুড়ে কয়লা হয়ে ছড়িয়ে আছে এখানে-ওখানেশিশু না হলে সে ঘুরে দৌড় দিত এ জায়গা ছেড়ে নির্ঘাত

ভয়াবহ এই ধ্বংসস্তূপের মধ্যে এক বছরের শিশুটাকে দেখতে পেল গ্যাব্রিয়েলকোনোমতে নিঃশ্বাস নিচ্ছিল শিশুটাচেহারার এখানে-ওখানে কেটে রক্ত বেরোচ্ছেশরীরে অসংখ্য পোড়া দাগআরেকজন যাত্রীও এগিয়ে এসেছে শিশুটাকে বাঁচাতেখুব দ্রুত কাজ করতে হবে তাদের

গ্যাব্রিয়েলের কনুই আর নিজেরটা মিলিয়ে চামচের মতো শিশুটাকে তুলে আনলকিন্তু কয়েক পা এগোতেই কোমর সমান কাদার গর্তে পড়ে গেল সেশিশুটাকে তার কাছে ছেড়ে দেয়ার জন্য হাত দিয়ে লোকটাকে ইশারা করল গ্যাব্রিয়েলএক হাতে শিশুটাকে ধরে অন্য হাতে লোকটাকে টানতে লাগল সে

শিশুটাকে নিয়ে একটা পাহাড়ে ওঠার চেষ্টা করছিল গ্যাব্রিয়েলকাঁটাঝোপ সরিয়ে পথ করে দিচ্ছিল সাথের লোকটিকাদা খচে এগোতে এগোতে গ্যাব্রিয়েলের মনে হচ্ছিল শিশুটা নির্ঘাত কোলেই মারা যাবেপ্লিজ প্রভু! শিশুটাকে মরতে দিয়ো না’, মনে মনে বলল সে

প্রচণ্ড উদ্বিগ্ন ডায়ানা ভিভাসও প্রার্থনা করে চলেছেজ্বলন্ত বিমানের মিটার ৪৫ দূরে একটা ফাঁকা মতো জায়গায় ভিভাস পরিবারের অন্যদের নিয়ে অপেক্ষা করছে সেমেয়েরা কাদার মধ্যে তাদের জুতা হারিয়ে ফেলেছেকান্নাকাটি করছে এখনোকেন বিমান ক্র্যাশ করল? কখন বাড়ি যাব আমরা? অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করছিল ডায়ানাওগ্যাবি! গ্যাবি!গ্যাব্রিয়েলকে নিজেদের অবস্থানটা জানান দেয়ার চেষ্টা

প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে পাওলা চুডান পা ফুলে দ্বিগুণ মোটা হয়ে গেছেবাম পা-টাও রক্তাক্তএক চোখ ফুলে বন্ধ হয়ে আছেসারা মুখ থ্যাতলানোক্র্যাশের ঠিক পরপরই এড্রেনালিনের প্রভাব তাকে দায়িত্বে ঠেলে দিয়েছিল ঠিককিন্তু একটু অবসর পাওয়ায় আবেগ ঘিরে ধরল তাকেসহকর্মীদের কী অবস্থা? ‘ক্রুদের বাকিরা কোথায়?’ এক স্টুয়ার্ডকে জিজ্ঞেস করল সেওরা সবাই শেষ’, বন্ধুর জবাবচোখে অশ্রর প্রবাহ টের পেল পাওলাসামনের কেবিনে দায়িত্ব থাকলে সেও মারা যেত নির্ঘাতকিন্তু এখন যে তাকে শক্ত হতে হবেকাজ এখনো বাকি

ঠিক তখনই সামনের ঝোপটাতে নড়াচড়ার শব্দ পাওয়া গেলকাদায় আকীর্ণ একজন ঝোপ ঠেলে এগিয়ে আসছেপরিশ্রমে অবসন্ন চেহারায় কোলে শিশু নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এল গ্যাব্রিয়েলশিশুটাকে সাবধানে নামিয়ে রেখে ভাই জোসিকে ডাকল সেসবাইকে স্প্যানিশে বলো এখানে গোল হয়ে দাঁড়াতেশিশুটাকে শিলাবৃষ্টি থেকে বাঁচাতে হবেতখনই শোনা গেল দ্বিতীয় বিস্ফোরণের শব্দআগুনের হলকা ছড়িয়ে পড়ছিল গাছের মগডাল পর্যন্তসেই আগুনে ঢাকা পড়ল বিমানের বাকিটুকুও

তারা যেখানে ছিল, জায়গাটা খুবই বিপজ্জনকপাওলা চাচ্ছিল সবাইকে আরো উঁচুতে নিয়ে যেতেতারপর সাহায্য খুঁজতে হবেদুজন যাত্রী তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলসবাইকে এক সাথে থাকতে বলল পাওলাবলল বিমান থেকে আরো দূরে সরে যেতে হবেশান্ত হওসামনে হাঁটো’, সবাইকে বলল সে সবাই ভীতসন্ত্রস্ত, ভেজা কাপড় নিয়ে কাঁপছে ঠকঠক করেওভাবেই পা বাড়াল সবাইনিজের জুতা খুলে স্ত্রীর পায়ে পরিয়ে দিল গ্যাব্রিয়েলশিশুটাকে কোলে নিয়ে শুধু মোজা পায়ে হাঁটছিল সেপাওলাকে নিয়ে এগোচ্ছিল আরেকজনতখনো বৃষ্টি চলছেবজ্রপাতও হচ্ছে থেমে থেমে

বিকেল ৪টার কিছু পরে কাছাকাছি গ্রামের দুজন মানুষকে প্রথম তাদের দিকে আসতে দেখল বেঁচে যাওয়া যাত্রীরামিনিট কয়েক পর নজরে এল গাড়ির হেডলাইটএকে একে আহত যাত্রীদের গাড়িতে করে হাসপাতালে নেয়া হচ্ছিলঅবিশ্বাস্য দৃশ্যটা তখনই চোখে পড়ল গ্যাব্রিয়েল আর জোসিরযাকে দেখার জন্য এতটা পথ পার হয়ে আসা, তাদের সেই বাবা সামনে হাজির৬৭ বছরের এই বৃদ্ধ বিমানবন্দরে অপেক্ষায় ছিলেনবিমান ক্র্যাশের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেনবাবা আর ছেলেরা পরস্পরকে জাপটে ধরল

২০৪ নম্বর ফ্লাইটে যাত্রী আর ক্রু মিলে মারা গিয়েছিল ৪০ জনবাঁচতে পেরেছিল ৫৮ জনপেরু সরকার তদন্তে দেখেছে বিমান ক্র্যাশের দায়টা আসলে ছিল পাইলটেরপ্রচণ্ড ঝড়ের ভেতর বিমান ল্যান্ড করাতে গিয়েই দুর্ঘটনাটা ঘটেলিমা হাসপাতালে ৪০ দিন থাকতে হয়েছিল পাওলাকেঅভ্যন্তরীণ রক্তক্ষরণ, মাথায় জমাট রক্ত আর ছেঁড়া লিগামেন্ট তাকে ভুগিয়েছে দারুণজুয়ান কার্লোস ভ্যালে নামের শিশুটাকে পোড়া চামড়া আর মাথার খুলিতে ফ্র্যাকচারের চিকিৎসা দেয়া হয়তার আহত মা বাঁচতে পারেনিপরে তার বাবা এসে তাকে নিয়ে যায়তার বাবা অবশ্য বিমানে ছিল না

লিমায় পোড়া চামড়ার চিকিৎসা নিতে নিতে কাটে মনিকা আর উইলিয়ামের হানিমুনের সময়টামনিকা দ্রুত সুস্থ হলেও উইলিয়ামের হাত সারতে সময় নিচ্ছে বেশঅনেক মাস গেছে, এখনো গ্লাভস ব্যবহার করতে হয় তাকে ভিভাস পরিবারের সদস্যদের কেউ তেমন গুরুতর আহত হয়নিনিউইয়র্কে ফিরে যাওয়ার পর ব্রকলিনের স্থানীয় প্রশাসনের প্রধান ভিভাস ফ্যামিলি ডেঘোষণা করেছেনদারুণ বিপদের সময় সাহসিকতা আর মানসিক শক্তি প্রদর্শনের জন্য ভিভাস পরিবারের সম্মানে উদযাপিত হবে এই দিন

সব শেষআতঙ্ক তবু যেন কাটতে চায় নাআন্ডারগ্রাউন্ড ট্রেনের তীক্ষ্ শব্দে এখন চমকে ওঠে গ্যাব্রিয়েলভিড়-জটলা পুরোপুরি এড়িয়ে চলে জোসিদ্রুত গাড়ি ড্রাইভেও তার ভয়দুঃস্বপ্ন এখনো তাড়া করে ফেরে ডায়ানাকেওদিকে স্থায়ী বিষন্নতায় পেয়ে বসেছে পাওলাকে

বিমান দুর্ঘটনার পর বিয়ের ব্যাপারে নতুন ভাবনা জন্মেছে মনিকারসুসময়ে কারো সাথে থাকাটা খুবই সহজ’, বলছিল সেকিন্তু দুর্ঘটনায় সব কিছুর পরীক্ষা হয়ে গেছেপছন্দে আমি ভুল করিনি


শেয়ার করুন

0 facebook: