30 January 2018

সিলেট থেকে শুরু হলো আ’লীগের নির্বাচনী প্রচারণা


সিলেট প্রতিনিধিঃ সিলেট থেকে আওয়ামীলীগের আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা জানানজনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের ছোঁয়া সিলেটের প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিয়েছিসিলেটের উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিআজ একযোগে ৩৫টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।  

আওয়ামী লীগ জনগণের জীবনের মান উন্নয়ন করেআমি আজ সিলেটে এসেছিআমাদের নির্বাচনের প্রচারণা শুরু এখান থেকেই শুরু

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল


প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিলসেসময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছেসিএনজি চালিককে পুড়িয়ে মেরেছে তারাহাজার হাজার গাছ কেটে ফেলেআমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করেতবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছিজনগণ যখনই তাদের প্রতিরোধ করেছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে


শেয়ার করুন

0 facebook: