30 January 2018

দায়িত্বে অবহেলায় এমআরআই মেশিনের ভেতরে যুবক, বের হলো লাশ


স্বদেশবার্তা ডেস্কঃ এমআরআই কক্ষে ধাতব কোনো জিনিস নিয়ে প্রবেশ করা নিষিদ্ধকিন্তু কক্ষের দায়িত্বে থাকা কর্মচারীই বলেছিলেন, মেশিন এখন বন্ধ আছেসিলিন্ডার নিয়ে ঢুকলে সমস্যা হবে না। তাই হাতে অক্সিজেনের একটি সিলিন্ডার নিয়ে আত্মীয়ের চিকিৎসা চলাকালীন এমআরআই মেশিন রাখার ঘরে ঢুকেছিলেন ৩২ বছরের রাজেশ মারু। 

কিন্তু বাস্তবে মেশিনটি অন করা ছিলোরাজেশ ঘরে ঢোকা মাত্রই সিলিন্ডারসহ তাকে টেনে নেয় এমআরআই মেশিনমুহুর্ত সময়ে চিৎকার করেছিলেন তিনিতা শুনে অন্য কক্ষ থেকে লোকজন ছুটে আসার আগেই যুবককে গিলেফেলেছে মেশিনসুইচ অফ বের করে আনা হয় রক্তাক্ত রাজেশকে

পুলিশ জানিয়েছে, দায়িত্বে অবহেলার জন্য একজন চিকিৎসক ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছেএকই সাথে তাদের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডে ৩০৪ ধারায় মামলাও করা হয়েছে

নিহতের পরিবারের দাবি, শ্বাসকষ্ট হওয়ায় ওই আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে বলা হয়হাসপাতালের ওয়ার্ড বয় ওই সিলিন্ডার আনতে বলেকথা মতো সিলিন্ডার নিয়ে এমআরআই রুমে ঢুকতে যান রাজেশআর তখনই ঘটে দুর্ঘটনা

এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকার কারণে সেটির আশপাশে কোনো ধাতব বস্তু নিয়ে যাওয়া নিষিদ্ধ


শেয়ার করুন

0 facebook: