12 February 2018

মৃত গরুর গোশত বিক্রির অভিযোগ কুড়িগ্রামে, গোশত জব্দ


স্বদেশবার্তা ডেস্কঃ মৃত গরুর গোশত বিক্রির অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলায় এক কসাইয়ের দোকান থেকে প্রায় ৫০-৬০ কেজি গোশত জব্দ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজসোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীহাট বাজারে এসব গোশত জব্দ করা হয়প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত কসাই সাইদুল হক ও ওসমান

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী বাজারের কসাই সাইদুল হক প্রায়ই মৃত গরুর গোশত বিক্রি করেনএ বিষয়ে কয়েকবার অভিযোগ করলেও কৌশলে পার পেয়ে যান সাইদুলওই কসাই সোমবার (১২ ফেব্রুয়ারি) আবারও মৃত গরুর গোশত বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন কাঁঠালবাড়ী বাজারে অভিযান চালিয়ে মৃত গরুর গোশত জব্দ করেএ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহম্মদ মিন্টু মিয়া উপস্থিত ছিলেনপ্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কসাই সাইদুল ও ওসমানপরে জব্দকৃত গোশত কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, পলাতক কসাইদের আটকের চেষ্টা চলছেতাদের আটক করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান জানান, গরুটি তৈয়ব আলী নামে ছিনাই এলাকার এক বাসিন্দার বলে জানা গেছেগরুর মালিক জানিয়েছেন, গরুটি অসুস্থ ছিলজব্দকৃত গোশত ল্যাবে পাঠানো হবেল্যাব থেকে প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে জব্দ করা গোশত মৃত গরুর কিনা


শেয়ার করুন

0 facebook: