17 February 2018

বেগম জিয়াকে উদ্যেশ্যে করে, কারাগার শান্তি ও স্বস্তির জায়গাঃ কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দ্বিতীয় কাচঁপুর সেতুর সুপার স্ট্রাকচার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেগম জিয়াকে উদ্যেশ্যে করে বলেন, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত কারাগারে ১০ হাজার লোক থাকতোসেখানে এখন সামান্য কিছু লোক আছেএকটা নিরিবিলি পরিবেশ আছেবেগম জিয়া গান শুনতে পাবেন, বই পড়তে পারবেন, কারাগারে যা হয়প্রচুর বই আছে ঢাকা জেলেকিছুদিন তার আরামদায়ক বিশ্রামেরও সুযোগ হলোএরপর আদালত তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন এটা আদালতের ব্যাপারতারপরও কেন নির্জন নির্জন বলছেন, এটা কি নেলসন ম্যান্ডেলার রোবেন আইল্যান্ড!

এই সময় তিনি আরো বলেন, কারাগারে ডিভিশন পাওয়া প্রিজনাররা যেভাবে থাকেন বেগম জিয়ার জন্য সেই মর্যাদায় থাকা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছেএমনকি নিজের গৃহকর্মীকেও তিনি সঙ্গে নিয়ে আছেন, যেটা এদেশে নজিরবিহীন ঘটনাসেই সুযোগটাও তিনি পাচ্ছেনএই সুযোগ বাংলাদেশের কেউ পায়নিকাজেই আর কী চান? তিনি (খালেদা জিয়া) যে রুমে থাকেন সেই রুমটা গিয়ে দেখে আসুনএটা জেল সুপারের রুম, অনেক সুন্দর রুমএ রুম যদি পরিত্যাক্ত হয় সে হিসেবে তো ঢাকা জেলই পরিত্যাক্ত

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে তো নেলসন ম্যান্ডেলার মতো রোবেন দ্বীপে পাঠানো হয়নিকারাগারে জনাকীর্ণ পরিবেশ তার জন্য কী করে রাখবোকারাগার চলবে জেলকোড অনুযায়ীএখানে তার জন্য বিশাল জনতার সমাবেশ বা  কারাগারের মধ্যে সরব অবস্থা তো করতে পারবো নাকারাগার তো নির্জনতিনি (খালেদা জিয়া ) বাইরে নানান ঝুট-ঝামেলায় থাকেনকারাগারে শান্তিএটি স্বস্তিতে থাকার জায়গাএই কথা বলতে পারি কারণ ওয়ান ইলাভেনের আগে ও পরে আমিও  জেলে ছিলাম


শেয়ার করুন

0 facebook: