স্বদেশবার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজন হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার, জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
তিনি জানান, 'এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যদিও স্থানীয় কমিউনিটি সূত্রে আটজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।' হামলায় নিহত বাংলাদেশিদের সংখ্যা বিষয়ে মন্ত্রী জানান, 'আমাদের মিশন এখনো এ ব্যাপারে সঠিক সংখ্যা জানায়নি।'
মিশনের কার্যক্রমে কোনও ধরনের সমন্বয়হীনতা আছে কি না জানতে চাইলে তিনি জানান, 'কোনও ধরনের সমন্বয়হীনতা নেই। শতভাগ নিশ্চিত না হয়ে মিশন কোনও তথ্য দিতে পারেনা। তাই দেরি হচ্ছে।' এছাড়া নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের হাসপাতালগুলোতে খবর নিতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে বলেও জানান এ কে আব্দুল মোমেন।
এ সময় মন্ত্রী আরও জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনতে চাইলে সরকার আর্থিক সহায়তা দেবে।'
এদিকে, নিউজিল্যান্ডে দু'টি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনতে পরিবারের একজন ক্রাইস্টচার্চে যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। রবিবার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে জানান, নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারকে এ তথ্য জানানো হয়েছে।
যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা তাদের স্বজনের মরদেহ নিয়ে দেশ ফিরতে পারবেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: