দ্বিতীয় বিয়ে
ভেঙে যাওয়ার মাস খানেক পর থেকেই শুরু হয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া
ইমরান খানের বিয়ে নিয়ে জল্পনা। জানুয়ারিতে বেনামি সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে ইমরান খানের বিয়ের গুজব
ওঠে। গোপন সূত্রের বরাতে প্রতিবেদনে
বলা হয়, বহুদিনের বন্ধু বুশরা মেনকাকে বিয়ে করেছেন তিনি। গত ১ জানুয়ারি লাহোরের ডিফেন্স
হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় ওই বিয়ের
অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে ইমরান এবং তার দল একে গুজব বলে উড়িয়ে দেয়। জানানো হয়, বিয়ের জন্য
বুসরাকে কেবল প্রস্তাব দিয়েছেন ইমরান।
ইমরানের তেহরিক-ই-ইনসাফের
(পিটিআই) রবিবার ইমরান-বুশরার বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানায়, ”আমরা পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীর সুখী
দাম্পত্য জীবন কামনা করছি। মহান আল্লাহ পাক এই দম্পতির ওপর রহমত নাজিল করুন।“
৬৫ বছর বয়সী এই
পাক রাজনীতিবিদ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। ওই দলের পক্ষ থেকেই সোশ্যাল মিডিয়ায় নেতা ইমরান খানের
বিয়ের ছবি পোস্ট করা হয়। এরপরে দলের বিভিন্ন পদস্থ নেতাদের শুভেচ্ছা বার্তা থেকে নিশ্চিত হয়
পাকিস্তানের এ”ই ক্রিকেটার থেকে রাজনীতিবিদ
হওয়া তারকার তৃতীয় বিয়ের খবর।
তৃতীয় বিয়ের
গুজবের পর জানুয়ারির মাঝামাঝি প্রথমবারের মতো নীরবতা ভাঙেন পাকিস্তান জাতীয়
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তেহরিক-ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তৃতীয় বিয়ের গুজব ছড়ানোর
নেপথ্যে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও জিও টেলিভিশনের মালিক শাকিল-উর রহমানকে
দায়ী করেন তিনি। ১ জানুয়ারি লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার খবরটিকে নোংরা মিডিয়া প্রচারণা
হিসেবে দাবি করেন ইমরান। দাবি করেন, নওয়াজ শরীফ আর শাকিল-উর
রহমানের যৌথ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মিথ্যে প্রচারণা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এসবকে গ্রাহ্য করেন না তিনি।
এরআগে দলীয়
প্রধান ইমরান খানের বিয়ের গুজবকে প্রথমে ভ্রান্ত বলে উড়িয়ে দিলেও একদিনের মাথায়
এবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই এক বিবৃতিতে স্বীকার করে, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তার ধর্মগুরু
মেনকা বুশরাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পিটিআই তখন জানায়,
নিজের মতামত জানাতে বুশরা খানিকটা সময় চেয়েছেন। তিনি প্রস্তাবটি গ্রহণ করলে
ইমরান খান নিজেই তা দেশবাসীকে জানাবেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: