26 February 2018

ঘরে বসে আন্দোলন করুনঃ কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেআপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন, তাহলে ঘরে বসে আন্দোলন করুন, অফিসে করুনরাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?’ বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

গতকাল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার হল রুমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন

সেতুমন্ত্রী বলেন,  ‘রাস্তা বন্ধ করে কোনও সভা-সমাবেশ করা যাবে নাআপনারা ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেনতিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের নামে অশান্তিপূর্ণ ক্ষেত্র তৈরি করছেন৫ জানুয়ারি মতো কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন?’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জেলে থাকা শর্ট, মিড, না লং ট্রাম হবে, তার সিদ্ধান্ত নেবেন আদালতখালেদা জিয়া এখন উচ্চ আদালতে আপিল করেছেনউচ্চ আদালত যদি জামিন দেন, তাহলে তো আমাদের কিছু করার নেইযদি আদালত অনুমতি দেন, তাহলে নির্বাচনে অংশ নিলেও আমাদের কিছু করার নেইএর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই


তিনি বলেন, ‘খালেদা জিয়া জামিন পেলে নিয়ম অনুযায়ী পাবেননা পেলে আদালত দেখবেনএখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেইআমাদের নেত্রী বলেছেন, অপকর্ম অপকর্মই আর অপরাধ অপরাধইকাউকে ছাড় দেওয়া হবে না


শেয়ার করুন

0 facebook: