02 February 2018

বাংলাদেশে চার দিনের সফরে আসছেন সুইস প্রেসিডেন্ট

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকায় আসছেন। সফরকালে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে ঢাকার সুইস দূতাবাস। গুরুত্বপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট। এছাড়া ঢাকা আর্ট সামিট পরিদর্শন করবেন তিনি।

আগামী ৪-৭ ফেব্রুয়ারির এ সফরে রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যালেই বারসেট। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন তিনি। সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন সুইস প্রেসিডেন্ট। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। ১৯৭২ সালের ১৩ মার্চ দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ২০১০ সালের তুলনায় বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে।


শেয়ার করুন

0 facebook: