04 February 2018

কে এই শিমুল বিশ্বাস? যার কারনে বিএনপিতে হুলুস্থুল


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র মহলে এখন এই প্রশ্ন ঘুরছে, শিমুল বিশ্বাস কেপ্রশ্নটা পুরনো হলেও, নতুন করে মাথাচড়া দেয়ার কারণটাও যথার্থগতকাল শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়নির্বাহী কমিটির প্রথম সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন

সে সময় বিএনপির স্থানীয় কমিটির কয়েকজন সদস্য মঞ্চে থাকলেও অধিকাংশই নিচে বসেছেনসাধারণত এমনটাই হয়কিন্তু শিমুল বিশ্বাস সেখানে দলের চেয়ারপার্সনের পেছনে চেয়ার নিয়ে বসেছিলেনআর এ নিয়েই দলের মধ্যে নানা কথা উঠেছেসকলে বলছেন শিমুল বিশ্বাস দলের কে?

বিএনপির অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন,‘ দলে এখন সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যক্তি তিনিদলের কমিটি গঠন, কাকে কোথায় নিয়োগ দেবেন, গুলশান কার্যালয় কীভাবে চলবেসবই তার নির্দেশে হয়দলের আন্দোলনের সিদ্ধান্ত কী হবে, কোনো নির্বাচনে থাকবে কি থাকবে নাতাতেও তার মতামত গুরুত্ব পায় সবচেয়ে বেশিঅনেকেই বলেন, শুধু গুরুত্ব পায় বললে ভুল হবে, সিদ্ধান্ত নেন তিনি

এ কারণে স্বভাবতই দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন, দল চালায় কে? খালেদা জিয়া, নাকি শিমুল বিশ্বাসখালেদা জিয়া যদি দল চালাবেন তাহলে তাকে ঘিরে দলে এত বড় বলয় কেন? সব সিদ্ধান্তের জন্য তার কাছে জ্যেষ্ঠ নেতাদেরও কেন দ্বারস্থ হতে হবে? খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করতে কেন তার মোবাইলে ফোন দিতে হবে স্থায়ী কমিটির সদস্যদেরও

সূত্রঃ বাংলা ইনসাইডার


শেয়ার করুন

0 facebook: