স্বদেশবার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির নিবন্ধন বাতিল হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে। তবে নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। কমবে মন্ত্রীর সংখ্যা। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। তাহলে বিএনপি নির্বাচনে ভয় পাচ্ছে কেন?
মন্ত্রী বলেন, বিএনপির এখন তো কোনো কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচারে রয়েছেন। দলটি লা মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির সভা করেছে। কেউ তো তাদের বাধা দেয়নি। শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরীর শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করে। বিএনপিকে হুমকি-ধমকি দেয়ার তথ্যপ্রমাণ দিতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এ সময় কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহম্মদ মনির হোসেন পাঠান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ আলো চাকমা, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৬৩১.৫০ মিটার দীর্ঘ ওভারপাসটির কাজ ২০১৩ সালের জুলাই মাসে শুরু হয়। আগামী মাসে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধনের কথা রয়েছে। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুনঃ রাজধানী ঢাকার আদাবর থানা আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, পলাতক নেতার হুকুম-আদেশ কর্মীরা পালন করে না। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিদেশে পালিয়ে থেকে তার দেয়া কোনো ডাকে সাড়া দেবে না জনগণ। নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করে- মন্তব্য করে তিনি বলেন, তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজনের মধ্যে প্যাথলজিক্যাল মিথ্যাচার রয়েছেন। তারা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজান। কে তাদের হুমকি দেয়, তথ্যপ্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব।
বিএনপির গঠনতন্ত্রের সংশোধনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এতে প্রমাণ হয় খালেদা জিয়া দুর্নীতিপরায়ণ। পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে বিএনপির নির্বাহী কমিটির সভা আহ্বানেরও সমালোচনা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির টাকায় তারা (বিএনপি) দামি হোটেলে সভা করে। বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। যেন গণগ্রেফতার করা না হয় সেজন্য বলা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
0 facebook: