05 February 2018

দেশের প্রথম হাইটেক পার্কের নির্মাণ শুরু, ইতিহাসের পাতায় সিলেট


সিলেট প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি এবং সরকারের ডাকটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদের সম্মিলিত ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে সিলেট হাইটেক পার্ক বা সিলেট ইলেকট্রনিক্স সিটির নির্মাণ কাজ আলোর মুখ দেখলো। এরই মধ্যে দিয়ে দেশের হাইটেক ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে নিলো সিলেট

আইটি বিজনেস সেন্টার এবং ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো নতুন স্বপ্নযাত্রা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকায় রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়এসময় আয়োজত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকতিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে দেশআর এই হাইটেক পার্ক নির্মাণের মাধ্যমে দেশ বিশ্বের হাইটেক শিল্পে জোরালো ভূমিকা রাখবে

এটির নির্মাণ কাজ শেষে সিলেট থেকেই নির্মাণ সম্ভব হবে সফটওয়্যার, ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশদেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রফতানির উদ্যোগও নেওয়া হতে পারে বলে জানা গেছেসরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশে এমনই একটি সিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে

সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণিতে ১৬২ দশমিক ৮৩ একর জমিতে সিলেট ইলেকট্রনিক্স সিটি নির্মাণ করা হচ্ছেসরকারের আইসিটি বিভাগ এই প্রকল্প হাতে নিয়েছেইতোমধ্যেই প্রকল্পে ভূমি উন্নয়ন, দৃষ্টিনন্দন ডিজাইনের প্রঅয় ৩১ হাজার বর্গফুট বিশিষ্ট আইটি বিজনেস সেন্টার, সিলেট কোম্পানীগঞ্জ প্রধান সড়ক হতে প্রকল্পে প্রবেশের জন্য বিদ্যমান খালের উপর একটি ক্যাবল ব্রিজ, অভ্যন্তরীণ রাস্তা, গ্যাস লাইন স্থাপন এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে


শেয়ার করুন

0 facebook: