23 March 2018

২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালন করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়েছিল, বিশ্বের কাছে নৃশংস গণহত্যার সেই চিত্র তুলে ধরতে ও দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করা হবেওইদিন সব আলো নিভিয়ে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারা দেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবেপাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়েছিল, বিশ্বের কাছে নৃশংস গণহত্যার সেই চিত্র তুলে ধরতে চাই’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, বিশ্ব এই গণহত্যার ভয়াবহতার কথা জানেকিন্তু আমাদের কর্মসূচি হচ্ছে- এই গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করারুয়ান্ডার গণহত্যার তুলনায় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা এবং এর ভয়াবহতা কম নয়আমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তা হলে আমরাও এই জঘন্য গণহত্যা দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি পাব


শেয়ার করুন

0 facebook: