আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ৬০ মোস্ট ওয়ান্টেড ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ইরাক সরকার। এতে স্থান পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম
হোসেনের মেয়ে রাঘাদও। তবে আইএস নেতা আবু বাকর আল-বাগদাদির নাম এ তালিকায় নেই।
সাদ্দামকন্যা
রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেন। এবারই প্রথম এমন তালিকা প্রকাশ করা হলো। ইরাক সরকার বলছে, সাম্প্রতিক
প্রকাশিত তালিকার এসব ব্যক্তির সন্ত্রাসী সংগঠন আইএসআইএস, আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে।
আইএস নেতা
বাগদাদির মৃত্যুর গুজব বহুদিন ধরেই চলছে। ইরাকি কর্তৃপক্ষ হয়ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই এ
তালিকায় তার নাম রাখেনি বলে মনে করছেন অনেকে। তবে ইরাক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
এ তালিকায়
রয়েছে ইসলামিক স্টেট (আইএসের) ২৮ সন্ত্রাসী, আল কায়েদার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজন। এদের মধ্যে লেবাননের নাগরিক
মান বাসুর ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: