07 February 2018

বন্ধু গনিকে টপকে আফগানিস্তানে প্রেসিডেন্ট হতে চান নুর


আন্তর্জাতিক ডেস্কঃ দেশটির উত্তরের বাদশাহ দাবি করছেন নিজেকেবাসভবনের দরবারকক্ষে বড় করে টাঙিয়েছেন বন্ধু প্রেসিডেন্ট আশরাফ গনির হাস্যোজ্জ্বল ছবিতার ঠিক উল্টো দিকেই বসিয়েছেন নিজের ডাকসাইটে সিংহাসন

একটু পরপরই বন্ধুর চোখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসেনবন্ধুকে দেখিয়ে দেখিয়ে পায়ের ওপর পা তুলে চালাচ্ছেন উত্তরের শাসনব্যবস্থাভাবটা এমন- আজ উত্তর চালাচ্ছি, কাল গোটা আফগানিস্তানআজ গভর্নর আছিকাল আমিই প্রেসিডেন্ট হবআতা মুহম্মদ নুর

বাল্ক প্রদেশের গভর্নরগত বছর ব্যক্তিগত রেষারেষির জেরে গনির দল থেকে বহিষ্কার হওয়ার পর থেকেই নুরের চলনে-বলনে ভবিষ্যতের প্রেসিডেন্টভঙ্গিটা আলোচনায় চলে এসেছেচোখ রাঙিয়ে যাচ্ছেন মার্কিন সমর্থিত প্রেসিডেন্টের ওপর গত সপ্তাহে চার চারটি সন্ত্রাসী হামলার পর অনেকটাই চুপসে গেছেন গনিগণরোষের তোপে পড়ে কোণঠাসা হয়ে পড়েছে তার সরকারআফগানদের বিশ্বাস, গনি সরকারের ব্যর্থতার কারণেই তালেবানরা শক্তিশালী হয়ে উঠেছেবারবার হামলা হচ্ছেনিরীহ মানুষের প্রাণ যাচ্ছে মোটকথা সরকারের ওপর থেকে জনগণের আস্থা-বিশ্বাস শূন্যে এসে ঠেকেছেপুরনো বন্ধুর এই দুঃসময়ে ঝোপ বুঝে কোপবসাচ্ছেন নুরদরজায় দরজায় কড়া নেড়ে জানানোর মতোই আগামী দিনের প্রেসিডেন্ট প্রমাণের মহড়াচালাচ্ছেন তিনি

একটার পর একটা গণমাধ্যমে নিজেকে সৎ ও যোগ্য দাবি করছেনবলছেন, সরকার জনগণের জানমাল পুরোপুরি ব্যর্থ হয়েছেকিন্তু আমি জনগণের নিরাপত্তা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধসরকার আমাকে সে সুযোগ দিচ্ছে নাজনগণ থেকে আলাদা করে দিতে চাচ্ছেতারা আমাকে ২০১৯ সালের নির্বাচনে বড় ধরনের হুমকি বলে মনে করছেএএফপি


শেয়ার করুন

0 facebook: