07 February 2018

মালদ্বীপে সেনা-পুলিশের ভয়ে রাতের চলাচল ছেড়েই দিয়েছে জনগন


আন্তর্জাকিত ডেস্ক মালদ্বীপের নাগরিকরা কয়েকদিন ধরেই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেনসোমবার রাত থেকে সে শঙ্কা আরও বেশী করে দানা বেঁধেছেদেশটির সুপ্রিমকোর্ট ও সরকারের দ্বন্দ্বের জেরে জরুরি অবস্থা জারির পরপরই ধরপাকড় শুরু করেছে সেনা-পুলিশ

জরুরি অবস্থা আইনও আরও কঠোর করা হয়েছেকে সরকারি আমলা, কে বেসামরিক নাগরিক কোনো বাছবিচার করছে না সেনাবাহিনীমঙ্গলবার প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিসহ বহু প্রভাবশালীকে আটক করেছে সেনারাভয়-আতঙ্কে রয়েছে সাধারণ মানুষওরাত হলে সে আতঙ্ক আরও জেঁকে বসছে রাতে সাধারণ মানুষ এখন আর তেমন বাইরে বের হচ্ছেন নাকর্মস্থল ছেড়ে চলে যাওয়ার সময় একে-অপরকে ভালো থাকিস’, কাল আবার দেখা হবে তো? বলে বিদায় দিচ্ছেনভয়-দ্বন্দ্বে জাতি জড়সড়

১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারির পর সেনাবাহিনী একটু বাড়তি ক্ষমতা পেয়ে গেছেসোমবার বিকালে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও জনগণের চলাফেরা, চাকরি বা ব্যবসা-বাণিজ্যের ওপর জরুরি অবস্থার কোনো প্রভাব পড়বে না কিন্তু আসলে তেমনটা হচ্ছে নাজনগণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছেসেনা-পুলিশের বুটের আওয়াজ তাদের মনে ত্রাস সৃষ্টি করেছেরাতে নিজ এলাকায় ঘোরাঘুরিতেও ভয় পাচ্ছেন নাগরিকরাবন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডার সেই পরিবেশ আর নেই

এমন পরিস্থিতিতে জরুরি আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনস্থানীয় পত্রিকা দ্য সান জানিয়েছে, আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছেজরুরি অবস্থার মধ্যে গ্রেফতার হওয়াদের অধিকার সীমিত করা হয়েছেপ্রেসিডেন্টের এমন অবস্থানে বিরোধী দলসহ আমজনতার মধ্যেও ভয় ছড়িয়ে পড়েছে জরুরি অবস্থার মধ্যে আইনজীবীর সাহায্য পাওয়া ছাড়া আর কোনো অধিকার পাবেন না আটকরাসংশোধিত আইন অনুযায়ী গ্রেফতারকৃতদের আটকের কারণ জানানোর বাধ্যবাধকতা থাকছে না


শেয়ার করুন

0 facebook: