05 March 2018

আগামী ২৮-৩০ এপ্রিলের মধ্যে এসএসসির ফল প্রকাশ


স্বদেশবার্তা ডেস্কঃ আগামী ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবেপ্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবেপ্রাথমিকভাবে ২৮ অথবা ৩০ এপ্রিল সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এতে অংশ নেন ফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পেলে তারিখ চূড়ান্ত করা হবে

প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সচিব ও সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে দেনপ্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেনআর ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী

এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেএর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে গেলো ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারিব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ


শেয়ার করুন

0 facebook: