05 July 2018

কমলগঞ্জে একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের অনগ্রসর দরিদ্র একশত শব্দকর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়বুধবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মৌলভীবাজারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়

উক্ত সমিতির সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনএসআই মৌলভীবাজার এর সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালিব তরফদার, মুন্সীবাজার ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা উন্নয়ন পরিচালক এ এস এম সাজেদুর রহমান ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথপরে প্রতি পরিবারের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি আটা ও আধা কেজি মুসরের ডাল বিতরণ করা হয়


শেয়ার করুন

0 facebook: