06 March 2018

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত ২৩ নারী গৃহকর্মী


স্বদেশবার্তা ডেস্কঃ দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার ২৩ নারী গৃহকর্মীগতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব থেকে ঢাকা এসে পৌঁছান তারা।  

দেশ ফেরত ওই নারীরা গৃহকর্মী হিসেবে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেনকর্মস্থলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন তারাপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়

হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বিমানবন্দর থেকে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়তাদের খাবার দাবার না দেয়া, বেতন কম দেয়া ও মারধর করা হতো বলে অভিযোগ করে দেশে ফিরে আসা এসব নারী

ফিরে আসা এক নারী বলেন, 'আমি ম্যাডামকে বলেছিলাম, কেন আমাকে এতো নির্যাতন করো? আমি ভাষা বুঝি, রাত দিন কাজ করিমাত্র দুই ঘণ্টা ঘুমাতে দাওতারপরেও মারধর করো কেন?' আরেক নির্যাতিত নারী বলেন, 'শুধু মারধর করতো আমাকেখেতে দিতো না ঠিকমতোএছাড়া আমাকে আর কোন অত্যাচার করতো নাআমি বাসার পাশেই পালিয়ে ছিলামএক মহিলা আমাকে সেখান থেকে নিয়ে যায়তার বাসায় আমি এক মাস কাজ করিতারপর আমার মেরুদণ্ড সমস্যা দেখা দিয়েছেআমি এখন আর কাজ করতে পারি না'

অন্য এক নারী বলেন, 'আমার ভিসায় লেখা এক হাজার টাকা (সৌদি রিয়াল) কিন্তু আমাকের দিতো আটশ' টাকাতাও সব টাকা আমি পাইনি'


শেয়ার করুন

0 facebook: