![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ কুষ্টিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ স্থানীয়রা জানান, ঝিনাইদহগামী এসবি পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সামনের একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিথ অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, তিন জনের লাশ ঘটনাস্থলে রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: