19 March 2018

আখেরী রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননাকারীদের মৃত্যুদন্ড প্রদান


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকেশ্বরী মন্দির কমিটি কর্তৃক বাবরী মসজিদ ষ্টাইলে মুসলমানদের সম্পত্তি দখলের অপচেষ্টা রুখে দাঁড়াতে হবেঅর্পিত সম্পত্তি আইন বাতিল করতে হবে - ওলামা লীগ আখেরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে মানহানীকর বক্তব্য লেখা, প্রকাশনা-প্রচার এবং বাল্যবিবাহ বিরোধীদের শাস্তি মৃত্যুদন্ড, ঢাকেশ্বরী মন্দিরে মুসলমানদের জমি তুলে দেয়া বন্ধ, উগ্র হিন্দুদের সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ, শিক্ষানীতি ২০১০ বাতিল ও বিতর্কিত শিক্ষা আইন পাশ না করা এবং হাতিরঝিলসহ দেশের বিভিন্ন মসজিদ ভাঙ্গা বন্ধ, ঢাকা শহর বিকেন্দ্রীকরণ, অর্পিত সম্পত্তি আইন বাতিল ১০ দফা দাবীতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের ১৩টি সংগঠন আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামবিদ্বেষী নাস্তিকদের মুক্তমনা ব্লগ, ইষ্টিশন ব্লগ, নাস্তিক্য ব্লগ, ধর্মকারী ব্লগগুলো এদেশে আবারো তীব্র ইসলামবিদ্বেষ ছড়াচ্ছেনাস্তিকদের পৃষ্ঠপোষকতা করছেঅথচ পুলিশ, র‌্যাব, বিটিআরসি তাদের বিরুদ্ধে কোনো মামলা দিচ্ছেনা

এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধর্মপ্রাণদের ক্ষেপিয়ে দেয়ার তৎপরতা চালাচ্ছেপুলিশ, র‌্যাব, বিটিআরসি সবাই নীরব ভমিকা পালন করছে বক্তারা আরো বলেন, সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচারে ১৪ বছর কারাদন্ডের বিধান রাখলেও বঙ্গবন্ধুর যিনি নবী ও রসূল উনার অবমাননা ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে শাস্তির জন্য ১০ বছর জেলের বিধান করা হয়েছেযা কখনোই গ্রহণযোগ্য নয়বরং এটা সংশোধন করে ডিজিটাল নিরাপত্তা আইন ও দন্ডবিধি সব আইনেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিন্দু থেকে বিন্দুতম অবমাননা করলে বা মানহানীকর বক্তব্য, লেখা, প্রকাশ ও প্রচার করলে মৃত্যুদন্ডের বিধান করতে হবে

বক্তারা বলেন, এনজিও, নারীবাদীরা বাল্যবিবাহের বিরুদ্ধে বললেও বছরে দেশে প্রায় ৫ লক্ষ ভ্রুণ শিশু হত্যা করা হচ্ছেযুক্তরাষ্ট্রভিত্তিক গুতম্যাকার ইনস্টিটিউটের জরিপ মতে, ২০১৪ সালে বাংলাদেশে ১১ লাখ ৯৪ হাজার অবৈধ গর্ভপাত হয়েছেএর অধিকাংশই হচ্ছে ১৮ বছরের নিচের কুমারী মাতাদের অবৈধ ফসলএনজিও, নারীবাদী এবং সরকারে ঘাপটি মেরে থাকা মহল অবৈধভাবে কুমারী মাতা হতে সমর্থন করছে তাই এর বিরুদ্ধে কিছু বলছে নাএমনকি আইন প্রণয়নও করছে নাকিন্তু বৈধ বাল্যবিবাহের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছেবাল্যবিবাহের বিরোধিতাকারীদের মৃত্যুদন্ড দিতে হবেবাল্যবিবাহ বিরোধী ইসলাম বিদ্বেষী এনজিওগুলো নিষিদ্ধ করতে হবে

বক্তারা বলেন, আমাদের দেশে আজকাল কেউ ইন্তেকাল করলে তার স্মরণে জাতীয় সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এক মিনিট নিরবতাপালন করা হয়অথচ এটা এদেশীয় কোন সংস্কৃতি নয়, এমনকি বঙ্গবন্ধুও এটা কোনদিন পালন করেননিএটা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিকোনো মুসলমান ইন্তেকাল করলে তার জন্য কোনো সওয়াব রেসানী বা মীলাদ শরীফের অনুষ্ঠান হতে পারেযা এদেশের চিরায়ত ঐতিহ্যকিন্তু তা না করে পালন করা হচ্ছে ১ মিনিট নিরবতাঅথচ এই অনুষ্ঠান পালনে নেই কোনো সওয়াব, নেই কোনো আখিরাতের কল্যাণ; বরং বিপরীতটি রয়েছেএই অপসংস্কৃতি বন্ধ করতে হবে

বক্তারা বলেন, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে কখনো যানজট নিরসন হবে নাবরং ঢাকার পরিবর্তে জেলা পর্যায়ে অফিস-আদালত, গার্মেণ্টস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন কর্মক্ষেত্র বিকেন্দ্রীকরণ করতে হবেপ্রতিটি জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবেঅচল শহর হওয়া থেকে রক্ষা করতে অবিলম্বে রাজধানী ঢাকার বিকেন্দ্রীকরণ করতে হবে

বক্তারা বলেন, উন্নয়ন, বিনোদন ইত্যাদি বিভিন্ন অজুহাতে দেশে মসজিদ ভাঙ্গার মহোৎসব চলছেসৌন্দর্য বৃদ্ধির নামে সর্বশেষ হাতিরঝিলের আলোচিত ভাসমান বায়তুল মাহফুজ মসজিদটি ভেঙ্গে ফেলা হয়েছেসারাদেশে একর পর এক মসজিদ ভাঙ্গা চলছেযা গভীর ষড়যন্ত্রমূলক এবং দেশবাসী মুসলমানের জন্য গভীর উদ্বেগজনক ও উস্কানীমূলকএসব অপতৎপরতা বন্ধ করতে হবে

ঢাকেশ্বরী মন্দির কর্তৃক বাবরী মসজিদ ষ্টাইলে মুসলমানদের সম্পত্তি দখলের অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে বক্তারা বলেন, ভারতে দেবোত্তর সম্পত্তি, মন্দিরের সম্পত্তি ইত্যাদি বিভিন্ন নামে বাবরী মসজিদসহ বিভিন্ন মসজিদ যেভাবে ভেঙে দখল করা হয় একই ষ্টাইলে বাংলাদেশে মসজিদ-মাদরাসা ও মুসলমানের সম্পত্তি দখলের কূটচাল শুরু করেছে এদেশীয় গয়েশ্বর মার্কা কুচক্রী সাম্প্রদায়িক হিন্দুরাগেন্ডারিয়ায় মুসলমানদের মসজিদকে দেবোত্তর সম্পত্তির নামে দখলের অপতৎপরতা চালানোর পর এবার কথিত দেবোত্তর সম্পত্তির নামে মিথ্যাচার করে ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশের মুসলমানদের জমি দখলের পায়তারা করছে

বক্তারা বলেন, ভারতের বাবরী মসজিদ ষ্টাইলে তথা মসজিদের জায়গায় মন্দির থাকার নামে যেভাবে বাবরী মসজিদ ধ্বংস করা হয়েছিল সে একই ষ্টাইলে সব মামলায় বারবার হেরে যাওয়ার পর এখন মুসলমানদের সেই সম্পত্তিকে দেবোত্তর সম্পত্তির ঢেকুর তুলেছে ঢাকেশ্বরী কর্তৃপক্ষঅথচ দেওয়ানী মামলা নং ২৯/৬৯, মি আপীল বোর্ডে দো-তরফা শুনানী, সিটি জরিপে দো-তরফা শুনানী, অতঃপর হাইকোর্টে রিভিসন ও রিভিউ মামলা, সুপ্রিমকোর্টে ৩৬/৯৬ নং সিভিল আপিল সব মামলায় হেরে ও ব্যর্থ হয়ে উগ্র মৌলবাদী হিন্দুরা এখন বাবরী মসজিদ ষ্টাইল গ্রহণ করেছেনালিশা জায়গাকে দেবোত্তর সম্পত্তি বলে দাবি করে জোড়পূর্বক দখল ও সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন, হুমকী দেয়া শুরু করেছেএর মাধ্যমে ভক্ত এবং প্রশাসনকে বিভ্রান্ত করে সাম্প্রদায়িক সন্ত্রাস চালাচ্ছেঅথচ মামলার শুনানীতে কখনো দেবোত্তর সম্পত্তির নাম মুখেও উচ্চারণ করেনি

বক্তারা বলেন, মুসলমানদের জমি অধিগ্রহণের ফাঁদ পাতার নায়ক উগ্র হিন্দু সাবেক ভূমি সচিব শৈলেনের উপস্থিতিতে ইতিমধ্যে সংবাদ সম্মেলন, মিছিল, মিটিং করছেমুসলমানদের সন্ত্রাসী অপবাদ দিয়ে শাহবাগে মিছিল সমাবেশ করেছেঅনশন করে দখলদারীর বৈধতার ভিত্তি দাঁড় করাতে চাচ্ছেমৌলবাদী হিন্দুরা গায়ে পড়ে সাম্প্রদায়িক সন্ত্রাস চালাতে চাচ্ছেঅথচ মুসলমানরা কোন মন্দিরকে মসজিদের জায়গা বলে দাবি করেনিকিন্তু মৌলবাদী গয়েশ্বর মার্কা হিন্দুরা গেন্ডারিয়ার মসজিদের মতো বাবরী মসজিদ ষ্টাইলে এদেশের মসজিদ মাদরাসা, মুসলমানদের জমি দখল করতে চায়বাংলাদেশকে বাবরী মসজিদের ন্যায় রণক্ষেত্র বানাতে চায়কিন্তু এদেশের মুসলমানরা মুসলমানদের এক ইঞ্চি ভূমি সাম্প্রদায়িকদের হাতে তুলে দিতে দিবেনাদেশের সকল মুসলমানকে এ বিষয়ে দ্রুত এক হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে

প্রশাসনে একচেটিয়া হিন্দু তোষণ অবিলম্বে বন্ধ করতে হবেপ্রশাসনের শীর্ষ পদসহ সবপদে উগ্র হিন্দুদের বেপরোয়া নিয়োগ বন্ধ করতে হবেএসকে সিনহার মতো বিশ্বাসঘাতকদের থেকে সতর্ক থাকতে হবেমুসলমানদের নিজ দেশে পরবাসী করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে আরো বলেন, ভারতের মৌলবাদী হিন্দু সংগঠনকর্তৃক বাংলাদেশের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছেঅথচ উগ্র হিন্দুত্ববাদকে এদেশে লালন করা হচ্ছেপ্রশাসনের শীর্ষ পদগুলোতে তাদের বসানো হচ্ছেনির্বাচনের পূর্বে এসব সাম্প্রদায়িক সিদ্ধান্ত সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করছেএর প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে দেশের লাখ লাখ শিক্ষার্থীদের অকালে শিক্ষাজীবন ধ্বংসের হোতা, প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যার্থ, সরকারের ভাবমর্যাদা ক্ষুন্নকারী আত্মস্বীকৃত চোর, আওয়ামীলীগে প্রবেশ করা কট্টর বামপন্থী শিক্ষামন্ত্রী নাহিদের হাত থেকে দেশের শিক্ষা ব্যবস্থা রক্ষায় শিক্ষামন্ত্রীকে প্রত্যাহার করতে হবেমুসলমানিত্ব নির্মূলের শিক্ষা আইন অনুমোদন করা যাবেনাপাঠ্যপুস্তকে পুণরায় হিন্দুত্ববাদ প্রবেশ করানোর চক্রান্ত বন্ধ করতে হবে

বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ সন্ত্রাসীরা সম্প্রতি পাহাড়ে স্বায়ত্বশাষণ দিবস পালন করেছেঅর্থাৎ পার্বত্য অঞ্চলকে তারা দক্ষিণ সুদানে পরিণত করতে চায়অবিলম্বে এদের রাষ্ট্রদ্রোহী আইনে গ্রেফতার করতে হবেহাজার হাজার বাঙ্গালী হত্যার নায়ক সন্তু লারমা কর্তৃক পার্বত্য জেলায় বাঙ্গালীদের নামজারি স্থগিতের নির্দেশ বাতিল করতে হবেগণহত্যার নায়ক সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান থেকে বহিস্কার করতে হবে

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কতৃক অনুমোদিত জাতি নির্মূলকারী জিএম ফুড গোল্ডেন রাইসউৎপাদনের অনুমোদন বাতিল করতে হবেজাতি বিনাশি ষড়যন্ত্রে লিপ্ত সিনজেনটা কোম্পানী ও বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে ভারত মুসলমানদের ফিরিয়ে না দিয়ে ১ লাখ কোটি টাকার শত্রু সম্পত্তি বিক্রির ঘোষণা দিয়েছেঅথচ বাংলাদেশে ৬ লাখ একর শত্রু সম্পত্তি হিন্দুদের ফিরিয়ে দেয়ার জন্য আইন করা হয়েছেঅবিলম্বে বিতর্কিত অর্পিত সম্পত্তি আইন বাতিল করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবেকুচক্রীদের থেকে মুসলমান প্রতি বৈষম্য বন্ধ করতে হবেপাশাপাশি যারা আখ এবং পাট চাষ বাংলাদেশে বন্ধ করে দেয়ার কথা বলতে চায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমস্ত দেশবাসীর চিহ্নিত শত্রুঅবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানা তারা

আওয়ামী ওলামা লীগসহ ১৩টি ইসলামী সমমনা সংগঠনের মানববন্ধনে সভাপতিত্ব করেন, পীরজাদা পীর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী পীর সাহেব, সভাপতি- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগআরো বক্তব্য রাখেন- আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সাধারণ সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সভাপতি- সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, লায়ন আলহাজ্জ মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগমাওলানা মুজিবুর রহমান চিশতি, হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী বাগেরহাটি, মাওলানা মুহম্মদ শোয়েব আহমেদ, আলহাজ্জ মাওলানা মুহম্মদ আতাউর রহমান বঙ্গ, হাফেজ ক্বারী মুহম্মদ শাহ আলম ফরাজীসহ ১৩টি ইসলামী সমমনা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ


শেয়ার করুন

0 facebook: