06 March 2018

কিলার রসু খাঁসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ দেশব্যাপী এক সময়ের আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন অপর সাজাপ্রাপ্তরা হলো জহিরুল ইসলাম ও ইউনুছএদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে২০১০ সালে জেলার ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত পারভীন হত্যা মামলায় এই রায় দেয়া হয়

১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনী বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেতার বিরুদ্ধে চলমান ৯টি মামলার একটির রায় হয়েছে আজ ২০০৯ সালের আটকের পর এ নিয়ে দুটি মামলায় রসু খার রিরুদ্ধে রায় দিলো আদালতদুটি রায়েই রসু খাঁকে মুত্যুদণ্ড দেয়া হয়


চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়ার কিলারে পরিণত হয়২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার রোমহর্ষক হত্যাকান্ডের চিত্র বেরিয়ে আসেনিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথাটার্গেট ছিল ১০১টি হত্যাকান্ড ঘটানোররসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টসকর্মী


শেয়ার করুন

0 facebook: