স্বদেশবার্তা ডেস্কঃ ২৫ মার্চের কালরাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ। মার্চের কালরাত স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এই ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, মহান মুক্তিযুদ্ধে ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কর্মসূচি পালন করতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবা যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: