স্বদেশবার্তা ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী
ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২২ মার্চ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে তিনটি ধাপ, বাংলাদেশ সেগুলো অতিক্রম করেছে। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার (১৬ মার্চ) বিকেলে কুমিল্লা টাউন হলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী
লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী ও
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল হক এমপির পরিচালনা সভায়
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক
সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম
রতন প্রমুখ।
সভায় ৩১ মার্চ
সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী হাই স্কুল মাঠে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের
সাংগঠনিক সফর উপলক্ষে জনসভা সফলভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: