স্বদেশবার্তা ডেস্কঃ বরিশালের
হিজলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৯৫ মণ জাটকা জব্দ করেছে
কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় একটি কাঠের বোটসহ (ইঞ্জিন
চালিত নৌকা) নয় জেলেক আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ মার্চ) দিবাগত রাত থেকে শনিবার (১৭ মার্চ) ভোর পর্যন্ত ধুলখোলা
সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় কোস্টগার্ড।
অভিযানের
নেতৃত্বে থাকা কোস্টাগার্ড দক্ষিণ জোনের সিজি স্টেশন বরিশালের স্টেশন কমান্ডার
লেফটেনেন্ট ইমতিয়াজ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া জাটকাগুলো মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন
এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আটক ৯ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: